টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
ট্রোলের জবাব সলমনের
শুক্রবার সন্ধ্যায় সুরাটে অনুষ্ঠিত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ-এর একটি ম্যাচে হাজির ছিলেন সলমন খান। বেঙ্গালুরু স্ট্রাইকার্স ও দিল্লি সুপারহিরোজ়ের সেই ম্যাচের ফাঁকে তিনি কথা বলেন তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে। পাশাপাশি ছবির টিজারে তাঁর একটি বিশেষ দৃশ্য নিয়ে যে ট্রোলিং শুরু হয়েছে, সে বিষয়েও মুখ খোলেন অভিনেতা।
গত মাসে মুক্তি পাওয়া ‘ব্যাটল অফ গালওয়ান’এর প্রায় এক মিনিটের টিজারে দেখা যায়, হাতে শুধু একটি লাঠি নিয়ে সলমন সৈন্যদের যুদ্ধে উৎসাহিত করছেন। সেই টিজারের একাধিক দৃশ্যে তিনি শত্রু ও নিজের দলের জওয়ানদের দিকে তাকান। ট্রোলদের একাংশ তাঁর সৈন্যদের দিকে তাকানোর ভঙ্গিটিকে ‘রোমান্টিক লুক’ বলে কটাক্ষ করেন। টিজারে আরও দেখা যায়, বন্দুক হাতে শত্রু সেনারা এগিয়ে আসছে, আর সলমন দৃঢ়ভাবে নিজের অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন।
ম্যাচ চলাকালীন সলমনকে যখন সেই দৃশ্যটি আবার করতে বলা হয়, তখনই ট্রোলিং প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। সলমন বলেন, “এখন কারও কাছে এটা রোম্যান্টিক লুক মনে হতে পারে। কিন্তু ভাই, আমি এখানে একজন কর্নেল। এটা একজনের কর্নেলের দৃষ্টি। যে বুঝতে পারে কীভাবে নিজের দলকে, নিজের জওয়ানদের সাহস জোগাতে হয়। সেই একই দৃষ্টিতে শত্রুদের দিকেও তাকানো যায়। ওই লুকের আলাদা কোনও মানে নেই, কোনও বিশেষ অর্থ নেই।”
প্রয়াত ক্যাথরিন ও’হারা
হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা ৩০ জানুয়ারি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭১ বছ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিশ্বজুড়ে অসংখ্য অনুরাগী। দীর্ঘ অভিনয়জীবনে অসামান্য সব চরিত্রে দর্শকের হৃদয় ছুঁয়েছেন ক্যাথরিন। কখনও আবেগে ভিজিয়েছেন, আবার কখনও হাসিতে ভরিয়ে তুলেছেন পর্দা। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। শেষ যাত্রায় বিদায় জানাতে গিয়ে তাঁকে স্মরণ করেছেন তাঁর অনস্ক্রিন দুই ‘ছেলে’। ‘হোম অ্যালোন ’ খ্যাত ম্যাকোলে কালকিন এবং ‘শিটস ক্রিক’এর ড্যান লেভি।
১৯৯০ সালের জনপ্রিয় ক্রিসমাস কমেডি ছবি ‘হোম অ্যালোন’এ ক্যাথরিন ও’হারা ও ম্যাকোলে কালকিন মা-ছেলের ভূমিকায় দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছিলেন। দু’বছর পর তাঁরা আবার একসঙ্গে কাজ করেন ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক ’এ। ক্যাথরিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ম্যাকোলে কালকিন আবেগঘন বার্তা শেয়ার করেন। দু’জনের একাধিক ছবির সঙ্গে তিনি লেখেন, ‘মা। আমি ভেবেছিলাম আমাদের আরও সময় আছে। তোমার পাশে আরও কিছুক্ষণ বসে থাকতে চাইছিলাম। তোমার কথা শুনেছি। কিন্তু আমার বলার ছিল আরও অনেক কিছু। আমি তোমাকে ভালবাসি। আবার দেখা হবে।’
রণবীরের সমালোচনার কড়া জবাব আলিয়ার
২০২২ সালে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্ক ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা, মন্তব্য ও মিমের বন্যা বয়ে চলেছে। নেটদুনিয়ায় চলা এই জল্পনা নিয়ে সম্প্রতি মুখ খুললেন আলিয়া ভাট। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, এই সব কথাবার্তার কোনওটাই বাস্তব নয় এবং তা তাঁদের ব্যক্তিগত জীবনে কোনও প্রভাব ফেলে না।
এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, “এই সব আওয়াজ আমাদের কাছে পৌঁছয়ই না। কারণ এগুলো বাস্তব নয়। মানুষ তিন-চার সেকেন্ড বা সাত সেকেন্ডের কোনও ভিডিও দেখে প্রতিক্রিয়া জানায়। অথচ আমরা সাত বছর ধরে একসঙ্গে রয়েছি। সেই সময়টা অনেক বেশি, মানুষের মন্তব্যের কয়েক সেকেন্ডের তুলনায়।”
তিনি আরও বলেন, “এই সব নিয়ে বিরক্তির ‘ব’-টুকুও আমাদের জীবনে ঢোকে না। ধরুন, আপনি যদি পঞ্চাশ জনের সঙ্গে একটি ঘরে থাকেন, তার মধ্যে হয়তো চার জন সত্যিই আপনার ব্যাপারে ভাবে। বাকিরা কী ভাবছে, সেটা আপনি শুনতেই পান না। এতে কি আমার বাস্তবতা বদলাচ্ছে? না। আমার পারিবারিক সম্পর্ক কি বদলাচ্ছে? একেবারেই না। আমি কি আমার স্বপ্নের জীবন বাঁচছি? হ্যাঁ। আর প্রতিদিন কৃতজ্ঞ মন নিয়ে ঘুমোতে যাই? একশো শতাংশ।”
