চোখে-মুখে জমে থাকা ক্রোধ, এলোমেলো চুল, অগোছালো পোশাক আর গালে স্পষ্ট আঘাতের চিহ্ন। এই জিতু কামালকে চেনা সত্যিই কঠিন। পরিপাটি প্রেমিকের জৌলুস বা নায়কোচিত চাকচিক্য, সবই যেন উধাও। বড় পর্দায় ফের একেবারে ভিন্ন রূপে ধরা দিতে চলেছেন তিনি। অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘চোর’-এ জিতুর এই নতুন লুক ইতিমধ্যেই কৌতূহল বাড়াচ্ছে দর্শকমহলে।
দীর্ঘ বিরতির পর আবারও পরিচালকের আসনে ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। নতুন ছবির কাজ শুরু করেছেন তিন। ছবির নাম ‘চোর’। এক রাতের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে ছবির টানটান গল্প। বাস্তবতার ছোঁয়া রাখতে শুটিং হবে কলকাতার বিভিন্ন পরিচিত পথঘাট ও লোকেশনে। সেই ছবির কেন্দ্রেই থাকবেন জিতু।
এই ছবিতে জিতুর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিপ্লব চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা ও শঙ্কর চক্রবর্তীর মতো অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতাদের। অতীতে একাধিক সফল ছবি উপহার দেওয়া অগ্নিদেব এবারও দর্শকের প্রত্যাশা পূরণে প্রস্তুত।
এই মুহূর্তে ছোট পর্দায় জিতুকে দেখা যাচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। সেখানে তাঁর রূপ একেবারেই ভিন্ন। আর্য সিংহ রায় সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কর্পোরেট দুনিয়ার দাপুটে বস। চোখেমুখে আভিজাত্য, পোশাক নিখুঁত। সেই পরিচিত খোলস ভেঙেই এবার বড় পর্দায় নিজেকে নতুন করে ভাঙচুর করতে চলেছেন জিতু। চরিত্রের প্রয়োজনে নিজের ভাবমূর্তিতে এই আমূল বদলই তাঁর অভিনয়যাত্রায় নতুন মাত্রা যোগ করছে।
অগ্নিদেবের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তবে পর্দার সামনে নয়। নেপথ্যে। সংলাপের ঘষামাজা এবং চিত্রনাট্য লেখার দায়িত্ব তাঁর। তিনি বলেন, “অনেক দিন পর এমন একটা ছবি তৈরি হচ্ছে যেখানে মহিলারা না, পুরুষরা প্রাধান্য পাবে। মেয়েরা থাকবেন অতিথি শিল্পী হিসাবে।” দেখা যাবে দেবলীনা কুমার, মানসী সিনহা, অঞ্জনা বসুকে।
আজকাল ডট ইন-কে সুদীপা জানিয়েছিলেন, বিপ্লব চট্টোপাধ্যায়কে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এই ছবিতে। তাঁর কথায়, “ওঁর অনেক দিনের দুঃখ, ওঁকে কেউ ছবিতে নেয় না। কিন্তু এই ছবিতে ওঁকে দারুণ একটা চরিত্রে দেখা যেতে চলেছে।”
অন্য দিকে, জিতুও আরও একবার চমক দিতে প্রস্তুত। বড় পর্দায় কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে যেমন তিনি দর্শকের মন জয় করেছিলেন, তেমনই খাঁটি বাণিজ্যিক ছবিতেও বারবার প্রমাণ করেছেন নিজের অভিনয় দক্ষতা। অগ্নিদেবের ছবিতে তিনি সেই জাদুকাঠির ছোঁয়া দিতে পারেন কি না, আপাতত সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।
