সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পেল সলমন খানের আগামী ছবি ‘সিকান্দর’-এর ঝাঁ চকচকে নতুন ঝলক। প্রকাশ্যে আনলেন খোদ সলমন! নিজের এক্স হ্যান্ডেল থেকে এই ঝলকের ভিডিও ভাগ করে নিয়েছেন ‘টাইগার’। বহুদিন পর ফের অ্যাকশন অবতারে সলমনকে দেখে বেজায় আপ্লুত নেটিজেনরা। সেই ঝলকের ভিডিওর শুরুতেই নেপথ্যে জলদমন্দ্র স্বর ভেসে আসছে সলমনের - " আমার ঠাকুমা এই নাম রেখেছিলেন সিকান্দর, যদিও দাদু রেখেছেন সঞ্জয়। আর চারপাশের মানুষেরা আমাকে ডাকেন রাজা সাহেব বলেন...”
এরপরেই তুফান তুলে একা হাতে দুষ্কৃতীদের মারতে দেখা গেল সলমনকে। যতই তাদের সংখ্যা বাড়ুক, সলমন একাই একশো! তার মাঝেই মাঝে মাঝে ভেসে আসছে সলমনোচিত গরমা গরম সংলাপ – ‘ইনসাফ দিতে নয়, সাফ করতে এসেছে!” এই ঝলকের ভিডিওতে দেখা গিয়েছে রশ্মিকাকেও। রোম্যান্টিক থেকে হুল্লোড় সুরে তাল মিলিয়ে তাঁর সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে সলমনকে।
Jo dilon par karta hai raj woh aaj kehlata hai Sikandar
— Salman Khan (@BeingSalmanKhan)
https://t.co/Bn5NdtKN2z #SajidNadiadwala’s #Sikandar
Directed by @ARMurugadoss
@iamRashmika #Sathyaraj @TheSharmanJoshi @MsKajalAggarwal @prateikbabbar #AnjiniDhawan @jatinsarna #AyanKhan @DOP_Tirru…Tweet by @BeingSalmanKhan
কিছুদিন আগেই ‘সিকান্দর’-এর নতুন পোস্টারের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সলমন। সেই ছবিতে দেখা যাচ্ছে, তীক্ষ্ণ, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সলমন। তাঁর মুখের উপর খেলা করছে লালচে-নীল আলো। তাতে বলি-তারকাকে লাগছে আরও রহস্যময়। সলমনের হাতে ধরা রয়েছে যে কোনও ধারালো অস্ত্র, তা-ও দিব্যি টের পাওয়া যাচ্ছে পোস্টারে। স্বভাবতই এই ছবি দেখে উল্লাসে ফেটে পড়েছে সলমন-ভক্তরা। তার প্রকাশ পেয়েছে সমাজমাধ্যমের পাতায়। সলমন-অনুরাগীদের কথায়, “যখন এই ছবি প্রেক্ষাগৃহে আছড়ে পড়বে, বাওয়াল উঠবে।”
নির্মাতাদের দাবি, এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছেন সলমন। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস। জন্মদিনের পরের দিনই নতুন অবতারে ধরা দিয়েছিলেন সলমন। প্রকাশ্যে এসেছিল 'সিকান্দর'-এর প্রথম ঝলক।
২০২৫-এর ঈদে আসতে চলেছে সলমন খানের ‘সিকান্দর’।
