সময়ের সঙ্গে হয়েছে বিজ্ঞানের অগ্রগতি। আধুনিক জীবনের সবকিছুতেই বিজ্ঞানের কারসাজির চমক নজরে আসে। কিন্তু মানুষ আজও নিশ্চিতভাবে বলতে পারে না মৃত্যুর সময় ঠিক কবে আসবে। মানুষকে অমর করার বহু চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। কিন্তু কত ওষুধ, কত বিদ্যাই ব্যর্থ হয়েছে।
2
9
জানলে অবাক হবেন, বেশ কয়েকটি প্রাণী রয়েছে যেগুলো নাকি মানুষের মৃত্যুর আগাম সংকেত বুঝতে পারে। বিষয়টি বিজ্ঞানসম্মতভাবে পুরোপুরি প্রমাণিত না হলেও, এই নিয়ে কৌতূহলের শেষ নেই।
3
9
কুকুরঃ এবিষয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসে কুকুর। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, মৃত্যুপথযাত্রী মানুষের পাশ ছাড়ছে না কুকুর, কখনও অস্বাভাবিকভাবে কাঁদছে, আবার কখনও নিঃশব্দে বসে থাকছে। আসলে কুকুরের ঘ্রাণশক্তি মানুষের তুলনায় হাজার গুণ বেশি শক্তিশালী। চিকিৎসকদের মতে, মানুষ গুরুতর অসুস্থ হলে তার শরীর থেকে বিশেষ ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে, যা কুকুর সহজেই টের পায়।
4
9
বিড়ালঃ বিশ্বের বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, কিছু বিড়াল নির্দিষ্ট রোগীর কাছে গিয়ে বারবার শুয়ে থাকত এবং কিছুদিনের মধ্যেই সেই রোগীর মৃত্যু ঘটেছে। বিড়ালের ঘ্রাণশক্তি ও শরীরের তাপমাত্রা বোঝার ক্ষমতা অত্যন্ত উন্নত। তাই তারা দুর্বল বা গুরুতর অসুস্থ মানুষের কাছে বেশি সময় কাটায় বলে মনে করা হয়।
5
9
পেঁচা-কাকঃ পেঁচা বা কাকের অস্বাভাবিক ডাক অনেক সময় অশুভ সংকেত হিসেবে ধরা হয়। বিশেষ করে রাতে বারবার পেঁচার ডাক বা বাড়ির আশপাশে কাকের অস্বাভাবিক আচরণকে অনেক সংস্কৃতিতে মৃত্যুর ইঙ্গিত বলে মনে করা হয়। যদিও বিজ্ঞান এই বিশ্বাসের পক্ষে কোনও জোরালো প্রমাণ দেয় না।
6
9
প্রজাপতিঃ এছাড়াও কিছু মানুষ বিশ্বাস করেন, প্রজাপতি বা মথ হঠাৎ ঘরের ভিতরে ঢুকে পড়লে তা মৃত্যুর বার্তা বহন করে। যদিও এক্ষেত্রেও বিজ্ঞানের কোনও ব্যাখ্যা নেই।
7
9
বাদুড়- দক্ষিণ আমেরিকার মায়া ও অ্যাজটেক সভ্যতায় বাদুড়কে মৃত্যুর বার্তাবাহক মানা হয়। বাদুর মৃত্যুর খবর বয়ে আনে, এদেশেও এমন সংস্কার প্রচলিত রয়েছে।
8
9
শিয়ালঃ সাধারণত দিনের বেলা শেয়াল দেখা যায় না, তাই সূর্যের আলো থাকাকালীন কারওর বাড়িতে শিয়াল ঢুকে পড়লে সেই বাড়ির কারওর মৃত্যু হতে পারে বলে মনে করা হয়।
9
9
বিশেষজ্ঞদের মতে, প্রাণীরা মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। তারা মানুষের শরীরের গন্ধ, শ্বাস-প্রশ্বাস, আচরণ ও আবেগের পরিবর্তন সহজেই বুঝতে পারে। তাই কারও শারীরিক অবস্থা গুরুতর হলে প্রাণীদের আচরণ বদলে যেতে পারে।