সংবাদ সংস্থা মুম্বই: সলমন খানের বিয়ে নিয়ে আলোচনা বরাবরই। ৫৯ ছুঁয়ে আজও অবিবাহিত এই বলি-তারকা। বিভিন্ন সময়ে একাধিক তারকা-অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবু শেষমেশ সেই প্রেম গিয়ে পৌঁছতে পারেনি ছাদনাতলা পর্যন্ত। সলমন কি আদৌ বিয়ে করতে বিয়ে করতে চান? এ বিষয়ে একবারই মুখে খুলেছিলেন তাঁর বাবা সেলিম খান।
এক সাক্ষাৎকারে সেলিম খান বলেন, “সলমনের এই বিষয়টা বুঝতে পারছি না... ওর ভাবনাচিন্তায় অদ্ভুত এক দ্বন্দ্ব রয়েছে।সাধারণত একসঙ্গে কাজ করতে করতেই প্রেমে পড়েন সলমন। তাঁরা মানুষ হিসাবে যেমন ভাল আর তেমন ভীষণ সুন্দরীও। কাজ করতে করতেই ঘনিষ্ঠতা হয় সলমনের। তাই ওঁর বেশিরভাগ প্রাক্তন প্রেমিকারা ওঁর সহকর্মী ছিলেন।”
তবে সেলিম আরও জানান, প্রেমে পড়ার পরে সলমনের দৃষ্টিভঙ্গি নাকি বদলে যায়। প্রেমে পড়লে সেই নায়িকার মধ্যেই মায়ের গুণ খুঁজতে থাকেন তিনি। “সম্পর্কে জড়ানোর পর সেই মানুষটাকে পরিবর্তন করার চেষ্টা করে সলমন। প্রেমিকার মধ্যে নিজের মাকে খুঁজতে থাকে। আর ঠিক এখানেই ভুল করে সলমন। কেন একজন কর্মমুখী মহিলা সবকিছু ছেড়েছুড়ে ঘরকন্নায় মন দেবেন? এটা সম্ভব নয়।” সেলিমের মতে, কর্মমুখী মহিলাদের পক্ষে সম্ভব নয় সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়া, তাদের ব্যাগ গুছিয়ে দেওয়া অথবা তাদের হোমওয়ার্ক হয়েছে কি না তার খোঁজ নেওয়া-এই কাজগুলো করা।
এইমুহূর্তে সিকান্দর ছবির শুটিং নিয়ে দারুণ ব্যস্ত সলমন। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। এর পাশাপাশি চলছে ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস-এর সঞ্চালনা।
