আচমকাই অসুস্থ সব্যসাচী চক্রবর্তী। খবর, মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় প্রথম সারির বেসরকারি হাসপাতালে। সেখানেই ভর্তি তিনি। "ফেলুদা"র অসুস্থতার খবরে সিলমোহর দিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর "দেবী চৌধুরাণী"তে জমিদার হরবল্লভ-এর চরিত্রে অভিনয় করছেন। পরিচালক আরও জানান, অভিনেতার অসুস্থতার কারণে নতুন করে শুটিংয়ের সময় ঠিক করতে হচ্ছে তাঁকে। আজকাল ডট ইন যোগাযোগ করেছিল হাসপাতালের সঙ্গেও। সেখান থেকে জানানো হয়েছে, পরিবার চাইছে না প্রবীণ অভিনেতার শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসুক। ফলে, এক্ষুণি কোনও খবর তারা জানাতে পারছে না। এদিকে, সব্যসাচীর অসুস্থতার খবর ছড়াতেই উদ্বিগ্ন টলিউড। বিমর্ষ তাঁর অনুরাগীরাও। অন্যান্য সংবাদমাধ্যমসূত্রে খবর, তাঁর হার্টে ব্লক পাওয়া গিয়েছে। টেম্পোরারি পেসমেকার বসাতে হতে পারে তার জন্য। পরে স্থায়ী ভাবে সেটি হয়তো বসানো হবে। তবে দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় অভিনেতার শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল।

অসুস্থতার খবর গোপন রাখবেন বলেই চক্রবর্তী পরিবারের কেউই ফোন ধরছেন না। শুভ্রজিতের ছবিতে সব্যসাচীর সঙ্গে তাঁর ছোট ছেলে অর্জুনও অভিনয় করছেন। কিছুদিন আগেই বড়ছেলে গৌরব এব পুত্রবধূ ঋদ্ধিমার সন্তান ধীর চক্রবর্তীর অন্নপ্রাশন ধুমধাম করে পালিত হয়। সেখানে তদারকিতে ছিলেন প্রবীণ তারকা অভিনেতা। নাতির সঙ্গেও যে তিনি সুযোগ পেলেই অনেকটা করে সময় কাটাতে ভালবাসেন, সেখবর রয়েছে টলিপাড়ায়।