নিজস্ব সংবাদদাতা: ছেলেকে নিয়েই এখন দিন কাটছে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। সমাজমাধ্যমে একরত্তির নানা কাণ্ড কারখানার মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী। স্বামী সায়নদীপের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তদের ফ্রেমবন্দি করেও অনুরাগীদের সঙ্গে ভাগ করেন রূপসা।
দেখতে দেখতে ছ'মাস পূর্ণ করল রূপসা-সায়নদীপের ছেলে অগ্নিদেব। অন্নপ্রাশনের দিন ছোট্ট গোপালের সাজে একরত্তিকে সাজিয়েছিলেন তারকা দম্পতি। এদিন ছেলের গায়ে হলুদের পর্ব সেরে ভাত, মাছের মুড়ো, পাঁচ রকম ভাজা, তরকারি, মাছ, পায়েস— সব সাজিয়ে দেওয়া হয় একরত্তিকে। অন্যদিকে, রূপসা সেজেছিলেন চওড়া লাল পাড়ের বেনারসিতে। সঙ্গে মানাসই গয়না, খোঁপায় ফুল। সায়নদীপ অভিনেত্রী স্ত্রীর সঙ্গে রংমিলন্তি লাল পাঞ্জাবিতে। পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারকা জুটি।
প্রসঙ্গত, ছেলে একটু বড় হতেই ফের লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরেছেন রূপসা। জি ফাইভের মিনি সিরিজে অভিনয় করছেন তিনি। তাঁর সঙ্গে এই গল্পে থাকবেন শ্রুতি দাস ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ও।
