নিজস্ব সংবাদদাতা: একাধিকবার ঘোষণা করেও পিছিয়েছে 'পরিচয় গুপ্ত' ছবির মুক্তি। এবার ফের ঘোষণা হল ছবিমুক্তির নতুন তারিখ। সেই সঙ্গে ঝাঁ চকচকে একজোড়া পোস্টার! একটি পোস্টারে দেখা যাচ্ছে দু’ধারে দাঁড়িয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। মেরুণরাঙা থ্রি-পিস পরে দেখা যাচ্ছে ঋত্বিককে। চোখে কালো চশমা, মুখে পাইপ। কিছু আনমনে ভাবছেন তিনি। অন্যদিকে, দাঁড়িয়ে ইন্দ্রনীল। তাঁর দু'চোখে খানিক কৌতূহলের সঙ্গে মিশে রয়েছে বিস্ময়। দূরে অস্পষ্ট এক মানুষের অবয়ব। লালচে-নীল আভা জুড়ে রয়েছে গোটা পোস্টার জুড়ে। অন্য একটি পোস্টার জুড়ে দেখা যাচ্ছে ছবির প্রধান চরিত্রদের- ঋত্বিক, ইন্দ্রনীল, দর্শনা, অয়ন্তিকা এবং জয় বন্দ্যোপাধ্যায়কে। দুই পোস্টারের উপরেই বড় বড় হরফে লেখা আগামী ২১ ফেব্রুয়ারি পূর্ণাঞ্জলি মিডিয়া প্রাইভেট লিমিটেড ও পাণ্ডে মোশন পিকচার্স এর ব্যানারে বড়পর্দায় মুক্তি পাবে ‘পরিচয় গুপ্ত’।
মুখ্য চরিত্রে ঋত্বিক-ইন্দ্রনীল। জুটিতে হবে রহস্যের সমাধান না নিজেরাই জড়িয়ে পড়বেন রহস্যের জালে? ছবিতে এই দু'জন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য। প্রথম ঝলক প্রকাশ্যের আসার পর থেকেই দর্শকের মধ্যে বেশ গুঞ্জন তৈরি হয়েছিল এই ছবি ঘিরে।
‘পরিচয় গুপ্ত’ পরিচালনার দায়িত্বে রয়েছেন রণ রাজ। ১৯৫০ সালের প্রেক্ষাপটে এগোবে গল্প। সেই সময়ে এক অন্ধ জমিদার ও তাঁর প্রিয় প্রত্নতাত্ত্বিক বন্ধুর গল্প ফুটে উঠবে এই ছবিতে। অন্ধ জমিদারের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ইন্দ্রনীল থাকছেন প্রত্নতাত্বিকের চরিত্রে। তাঁরা কাদের পরিচয় খুঁজবেন? উত্তর লুকিয়ে রয়েছে ছবিতে।
