সংবাদসংস্থা, মুম্বই: সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান, সুব্রত রায় মঙ্গলবার হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বলিউড সেলিব্রিটিদের একাংশ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় । রায়ের সাহারা ওয়ান মোশন পিকচার্স, বছরের পর বছর ধরে বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন। তাঁর অবদানকে কুর্নিশ জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের, পরিচালক মধুর ভান্ডারকর ও অভিনেত্রী মনীষা কৈরালা।
ইনস্টাগ্রামে চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "সুব্রত রায় স্যারের মৃত্যুর কথা শুনে দুঃখিত। জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি , শক্তি প্রতি মুহূর্তে আমাকে উজ্জীবিত করেছে। আমার সৌভাগ্য হয়েছিল একসঙ্গে কাজ করার। "পেজ থ্রি" ও "কর্পোরেট" তাঁর সংস্থার প্রযোজনায় সম্ভব হয়েছিল। এই দুঃসময়ে তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।"
প্রবীণ অভিনেতা অনুপম খের টুইটারে সমবেদনা জানিয়ে লিখেছেন,, “সাহারা শ্রী সুব্রত রায় জি-এর মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত! বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সঙ্গে বহুবার দেখা হয়েছে! তিনি সর্বদা সাহায্য করতে প্রস্তুত, সদয়, হাসিখুশি মানুষ ছিলেন। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন! ওম শান্তি!”
""মানুষটা কঠিন সময়েও লড়াই ছাড়েননি, তাঁর আত্মার শান্তি কামনা করি""- সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মনীষা কৈরালা।
ইনস্টাগ্রামে চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "সুব্রত রায় স্যারের মৃত্যুর কথা শুনে দুঃখিত। জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি , শক্তি প্রতি মুহূর্তে আমাকে উজ্জীবিত করেছে। আমার সৌভাগ্য হয়েছিল একসঙ্গে কাজ করার। "পেজ থ্রি" ও "কর্পোরেট" তাঁর সংস্থার প্রযোজনায় সম্ভব হয়েছিল। এই দুঃসময়ে তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।"
প্রবীণ অভিনেতা অনুপম খের টুইটারে সমবেদনা জানিয়ে লিখেছেন,, “সাহারা শ্রী সুব্রত রায় জি-এর মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত! বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সঙ্গে বহুবার দেখা হয়েছে! তিনি সর্বদা সাহায্য করতে প্রস্তুত, সদয়, হাসিখুশি মানুষ ছিলেন। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন! ওম শান্তি!”
""মানুষটা কঠিন সময়েও লড়াই ছাড়েননি, তাঁর আত্মার শান্তি কামনা করি""- সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মনীষা কৈরালা।
