নিজস্ব সংবাদদাতা: সময় লাগল পাঁচ বছর। অভিনেতা সুশান্ত সিং রাজপুত কীভাবে মারা গিয়েছিলেন? সত্যিটা সামনে এল।‌ অবশেষে শনিবার কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই দীর্ঘ তদন্তের পর রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বিরাট স্বস্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবার‌। এইমস-এর ফরেন্সিক দল জানিয়েছে, অভিনেতাকে খুন কর হয়নি। তিনি আত্মহত্যাই করেছিলেন।


 

এই ঘটনার পর সমাজমাধ্যমে মুখ খুলেছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি এবং রিয়া পাহাড়ি অঞ্চলে হাঁটছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, 'সত্যমেব জয়তে' (সত্যের জয় হোক), যা ইঙ্গিত করছে, সুশান্তের মৃত্যু রহস্যের সত্যিটা শেষ পর্যন্ত সামনে এসেছে।

 


সময়টা ২০২০ সাল। ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল মুম্বই পুলিশ। যে খবর ছড়িয়ে পড়তেই, হতবাক হয়ে গিয়েছিলেন বলিউডের তারকা থেকে তাঁর অনুরাগীরাও। মুম্বই পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। কোনও সুইসাইড নোট তাঁর ঘর থেকে পাওয়া যায়নি। অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। 

 

 

এই ঘটনার দিন কয়েক পরেই পাটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর‌ দায়ের করে সুশান্তের পরিবার। তাঁদের অভিযোগ ছিল, রিয়া এবং আরও কয়েকজন সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। চুরি এবং প্রতারণার অভিযোগ তুলেছিলেন তাঁদের বিরুদ্ধে। কিন্তু সিবিআই তদন্তের পেশ করা শেষ রিপোর্টের ভিত্তিতে রিয়ার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হল।