বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘মর্দানি ৩’ নিয়ে অবশেষে এল বড় ঘোষণা। রানি মুখার্জির জনপ্রিয় পুলিশ চরিত্র শিবানি শিবাজি রায় আবারও ফিরছেন বড় পর্দায়। শনিবার ছবির নির্মাতারা তৃতীয় কিস্তির মুক্তির দিন ঘোষণা করেছেন। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ জানুয়ারি।

যশরাজ ফিল্মস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির নতুন পোস্টার ও মুক্তির তারিখ প্রকাশ করে লিখেছে, ‘সব মেয়েকে উদ্ধার না করা পর্যন্ত সে থামবে না। ভয়ডরহীন পুলিশ অফিসার শিবানি শিবাজি রায় হিসাবে ফিরছেন রানি মুখার্জি। উদ্ধার অভিযান শুরু হবে ৩০ জানুয়ারি।’

ছবির পোস্টারে রানির হাতে বন্দুক, চোখে দৃঢ়তা। তাঁর পিছনে একদল কিশোরী মেয়েকে দেখা যাচ্ছে, যাদের মুখের উপর লেখা ‘মিসিং’। ইঙ্গিত স্পষ্ট, এই পর্বে শিবানির লড়াই নিখোঁজ মেয়েদের উদ্ধারের জন্য। আরও ভয়ঙ্কর ও নির্মম অপরাধচক্রের বিরুদ্ধে।

উল্লেখযোগ্যভাবে, ছবিটির মুক্তি আগেই নির্ধারিত ছিল ফেব্রুয়ারির শেষ দিকে। পরে নির্মাতারা তা এগিয়ে এনে জানুয়ারিতেই মুক্তির সিদ্ধান্ত নেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Yash Raj Films (@yrf)