বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘মর্দানি ৩’ নিয়ে অবশেষে এল বড় ঘোষণা। রানি মুখার্জির জনপ্রিয় পুলিশ চরিত্র শিবানি শিবাজি রায় আবারও ফিরছেন বড় পর্দায়। শনিবার ছবির নির্মাতারা তৃতীয় কিস্তির মুক্তির দিন ঘোষণা করেছেন। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ জানুয়ারি।
যশরাজ ফিল্মস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির নতুন পোস্টার ও মুক্তির তারিখ প্রকাশ করে লিখেছে, ‘সব মেয়েকে উদ্ধার না করা পর্যন্ত সে থামবে না। ভয়ডরহীন পুলিশ অফিসার শিবানি শিবাজি রায় হিসাবে ফিরছেন রানি মুখার্জি। উদ্ধার অভিযান শুরু হবে ৩০ জানুয়ারি।’
ছবির পোস্টারে রানির হাতে বন্দুক, চোখে দৃঢ়তা। তাঁর পিছনে একদল কিশোরী মেয়েকে দেখা যাচ্ছে, যাদের মুখের উপর লেখা ‘মিসিং’। ইঙ্গিত স্পষ্ট, এই পর্বে শিবানির লড়াই নিখোঁজ মেয়েদের উদ্ধারের জন্য। আরও ভয়ঙ্কর ও নির্মম অপরাধচক্রের বিরুদ্ধে।
উল্লেখযোগ্যভাবে, ছবিটির মুক্তি আগেই নির্ধারিত ছিল ফেব্রুয়ারির শেষ দিকে। পরে নির্মাতারা তা এগিয়ে এনে জানুয়ারিতেই মুক্তির সিদ্ধান্ত নেন।
দাপুটে পুলিশ রূপে ফিরছেন রানি! থাকবে ভরপুর অ্যাকশন, কবে মুক্তি পাচ্ছে ‘মর্দানি ৩’
পোস্টার প্রকাশের পরই উচ্ছ্বসিত অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। কেউ লেখেন, ‘রানির নামই ছবির সবচেয়ে বড় শক্তি।’ আর এক অনুরাগীর মন্তব্য, ‘মর্দানি ৩ দেখতেই হবে প্রেক্ষাগৃহে গিয়ে।’
ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এর আগে রানি জানিয়েছেন, ‘মর্দানি ৩’ আগের দুই পর্বের তুলনায় আরও বেশি ডার্ক, ভয়াবহ ও অ্যাকশননির্ভর হতে চলেছে। তাঁর কথায়, এই পর্ব দর্শকের অ্যাড্রেনালিন রাশ একধাপ নয়, অনেকটাই বাড়িয়ে দেবে। সব মিলিয়ে, শিবানি শিবাজি রায়ের প্রত্যাবর্তন নিয়ে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে বলিউডে।
মনে করা হচ্ছে, ‘মর্দানি ৩’ দর্শকদের দেবে এক তীব্র সিনেম্যাটিক অভিজ্ঞতা। যদিও কাহিনির খুঁটিনাটি এখনও গোপন রাখা হয়েছে। তবু ধরে নেওয়া যায় অন্যান্য কিস্তিগুলির মতো এটিতেও উত্তেজনা এবং অ্যাকশনের কোনও কমতি থাকবে না। শিবাণীর প্রতিপক্ষও হবে শক্তিশালী।
এই কপ-ড্রামা ইতিমধ্যেই হিন্দি সিনেমার সবচেয়ে সফল নারী-প্রধান ফ্র্যাঞ্চাইজি হিসাবে জায়গা করে নিয়েছে। ‘মর্দানি’ বাণিজ্যিকভাবে যেমন লফল হয়েছে, সমালোচকরাও সমানভাবে প্রশংসা করেছেন। প্রায় এক দশকের যাত্রায় এই ছবির জনপ্রিয়তা শুধু বেড়েছে। ভারতে এটাই একমাত্র বড় ‘ফিমেল কপ ফ্র্যাঞ্চাইজি’।
প্রথম ‘মর্দানি’ মুক্তি পায় ২০১৪ সালে, এরপর ২০১৯-এ আসে সফল সিক্যুয়েল। দুই ছবিই একক নারী-প্রধান ছবির ক্ষেত্রে বক্স অফিসে রেকর্ড গড়েছিল।
রানির সর্বশেষ ছবি ছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’, যা সমালোচক এবং বাণিজ্যিক, দুই ক্ষেত্রেই বড় সফলতা পেয়েছিল। এই ছবিই তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার।
