সংবাদ সংস্থা মুম্বই: নতুন ওয়েব সিরিজ ‘মিস্ট্রি’র প্রচারে গিয়ে কয়েকটি মন্তব্য করে অস্বস্তিতে ফেলেছিলেন মহিলা সহকর্মীদের। তারপর সিরিজের গোটা প্রচার অনুষ্ঠান থেকে বাদ পড়া, অন্যদিকে সমাজমাধ্যমে অভিনেত্রী তথা বিজেপি নেত্রীর চেহারা নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ— অভিনেতা রাম কাপুর ইদানীং যেভাবে খবরে রয়েছেন, তা একেবারেই ইতিবাচক নয়। এবং যা ঘিরে ইতিমধ্যেই রামের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ধিক্কার।
এক সময় বেশ ভারী চেহারার ছিলেন রাম কাপুর। স্থূলকায়-ই বলা যেতে পারে। সম্প্রতি, নিজের ওজন অনেকটাই কমিয়েছেন তিনি। সে প্রসঙ্গে তাঁর দাবি, “পুরুষদের ক্ষেত্রে চেহারা ভারী হলে সফল হওয়া কঠিন হয়ে ওঠে। আমাকে দেখতেই পারেন। কিন্তু মহিলাদের ক্ষেত্রে তা সমস্যার হয় না।” নিজের মন্তব্যের উদাহরণ হিসাবে স্মৃতির নাম টেনে নিয়ে আসেন তিনি। রামের কথায়, “স্মৃতি ছিল আমার মতো ভারী চেহারার বা তার থেকেও বড়। তাও সে আমার থেকেও বেশি সফল। যখন সে ‘কিউঁকি সাঁস ভি কভি বহু থি’ শুরু করল, সেই সময়ে তাঁকে লক্ষ্য করবেন আর যখন শেষ করল, তখন ও বিরাট চেহারার হয়ে গিয়েছিল।”
অভিনেতার মতে, চরিত্রের স্বার্থেই স্মৃতি নিজের ওজন বাড়তে দিয়েছিলেন। “সে শুরু করেছিল এক স্ত্রী-এর চরিত্র দিয়ে, পরে মা, তারপর দিদিমা। তার শারীরিক পরিবর্তন একরকম চরিত্রের প্রয়োজনে ছিল। আর সে সেটা খুব সচেতনভাবেই করেছিল। ও যদি টেলিভিশনে থাকত, তাহলে হয়তো আমাকেও টপকে যেত! কিন্তু সে রাজনীতিতে চলে গেল।”
অভিনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া—“এই লোকটা কী বলছে এসব? ওজন কমানোর পর থেকে মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি?”, আরেকজন লেখেন, “স্মৃতি অন্তঃসত্ত্বা অবস্থাতেও অভিনয় করে গিয়েছিলেন। আপনি কখনও সেই অবস্থায় অভিনয় করেছেন?” এক নেট-নাগরিকের বক্তব্য - “আজও কেন একজন মহিলার শারীরিক ওজন একজন পুরুষ অভিনেতার আলোচনার বিষয় হবে? কীভাবে হতে পারে?”,“ এই রাম কাপুর লোকটি কি আদৌ সুস্থ?”, “স্মৃতি ইরানি-কে যেকোনও অবতারে সুন্দর দেখতে লাগে। আপনি মশাই একটি অসভ্য লোক!” একজন লিখেছেন, “তিনি কোনও প্রসঙ্গে না এনে অনায়াসে স্মৃতি ইরানি–র ভারী চেহারার কথা তুললেন—এটাই প্রমাণ করে ঠিক কীভাবে এখনো নারীদের শরীর নিয়ে পুরুষদের কুৎসিত মন্তব্য সমাজে জায়গা পায়।”
 
 এই বিতর্কের মাঝেই খবর, একতা কাপুর ‘কিউঁকি সাঁস ভি কভি বহু থি’–র সিজন ২ আনছেন, এবং সেখানে সম্ভবত ফিরছেন স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায়–এর জুটি। এক দশকের বেশি সময় পর ফিরছে এই মেগা ধারাবাহিক। আর তার আগেই স্মৃতিকে নিয়ে এমন মন্তব্য যেন ইন্ডাস্ট্রির অস্বস্তির কেন্দ্রে ঠেলে দিয়েছে রাম কাপুর-কে।
