সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। দু'জনের পেশাই অভিনয়। তবে এবার আরও একধাপ এগোলেন তাঁরা। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবেও নাম লেখালেন এই দম্পতি। নিজেদের প্রযোজনা সংস্থা ‘ক্যাম্পা’র পথচলা সমাজমাধ্যমে ফলাও করে যৌথভাবে জানালেন রাজকুমার ও পত্রলেখা।
দু’জনের মায়ের নামের আদ্যাক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে এই সংস্থার। এই নামের থেকেই স্পষ্ট দর্শককে বিশেষ ছবি-ই উপহার দেওয়া প্রধান লক্ষ্য এই প্রযোজনা সংস্থার। এ প্রসঙ্গে রাজকুমার ও পত্রলেখা যৌথভাবে বলেন, “পত্রলেখা ও আমার দু’জনেরই সিনেমা অন্তঃপ্রাণ। তাই সেই ভালবাসার নিদর্শন-ই এই প্রযোজনা সংস্থা। ভাল গল্প বোলাতে ও শোনাতে আমরা দু’জনেই বিশ্বাসী। এই সংস্থা সেধরনের ছবি-ই হাজির করবে দর্শকের কাছে।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ???? Patralekhaa ???? (@patralekhaa)
সূত্রের খবর, ইতিমধ্যেই ‘ক্যাম্পা’ তাঁর প্রথম ছবির কাজের তোড়জোড় শুরু করে দিয়েছে। সেই ছবির পরিচালনার দায়িত্ব বর্তেছে বিবেক দাসচৌধুরীর উপর। এর আগে রাজ-ডিকের সহকারী পরিচালক ছিলেন বিবেক। ওঁদের সঙ্গে ‘গানস অ্যান্ড গুলাবস’-এ কাজ করেছেন তিনি। অন্যদিকে, গত বছরটা ভাল-ই কেটেছে রাজকুমারের। তাঁর অভিনীত ছবি ‘স্ত্রী ২’ একের পর এক রেকর্ড ভেঙেছে বক্স-অফিসে। এরপর তৃপ্তি দিমরির বিপরীতে তাঁর ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ দর্শকমহলে সাড়া না জাগালেও বিশেষ সাড়া ফেলেছে দর্শকমহলে।