আজকাল ওয়েবডেস্ক: রবিবারই সম্ভবত এবারের অ্যাশেজ সিরিজ জিতে যাবে অস্ট্রেলিয়া। যদি না ইংল্যান্ড অলৌকিক কিছু করে ফেলে। অ্যাডিলেড টেস্টের শেষদিন অর্থাৎ রবিবার অজিদের চাই আর ৪ উইকেট। ইংল্যান্ডের জিততে হলে দরকার ২২৮ রান।
পারথ ও ব্রিসবেনে জিতে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে ২–০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। রবিবার জিতলেই এবারও অ্যাশেজ অজিদের দখলেই থাকবে। আগের দুটি ম্যাচই অজিরা জিতেছে ৮ উইকেটে।
অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ১৪২ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড ১৭০ রান করেন। তাঁর সঙ্গে শুক্রবার অপরাজিত ছিলেন অ্যালেক্স ক্যারি। তিনি ৭২ রান করেন। শনিবার অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩৪৯ রানে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জশ টং ৪টি এবং ব্রাইডন কার্স ৩টি উইকেট নেন। এছাড়া জফ্রা আর্চার, উইল জ্যাকস এবং বেন স্টোকস ১টি করে উইকেট নেন।
অ্যাশেজ বাঁচানোর জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৫। ওপেনার জ্যাক ক্রলি ছাড়া কেউ ভাল খেলতে পারেননি দ্বিতীয়। প্যাট কামিন্সের পেস এবং নাথন লায়নের স্পিন সামলাতে পারেননি ব্রিটিশ ব্যাটারেরা। দু’জনেই ৩টি করে উইকেট নিয়েছেন।
ক্রলি করেন ৮৫। ভাল শুরু করেও বড় রান পাননি জো রুট (৩৯) ও হ্যারি ব্রুক (৩০)। স্টোকস সহ বাকি ব্যাটাররা ব্যর্থ। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড তুলেছে ২০৭/৬।
এদিকে, অ্যাডিলেড টেস্টে এবারও শতরান করলেন হেড। থামলেন ১৭০ রানে। অ্যাডিলেডে ন’টি টেস্টে হেড এখনও পর্যন্ত পাঁচটি শতরান ও দুটি অর্ধশতরান করেছেন। একই মাঠে টানা চারটি টেস্টে শতরান করা দ্বিতীয় ব্যাটারও তিনি।
এই ধারাবাহিকতার শুরু ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে তিনি করেন ১৭৫ ও অপরাজিত ৩৮ রান। এরপর আসে ১১৯ ও ১৪০, আর এবার যোগ হল আরও একটি অপরাজিত শতরান। এই মাঠে ভারতের বিরুদ্ধেও শতরান রয়েছে হেডের। অ্যাডিলেড ওভালে এর আগে এমন কীর্তি গড়েছিলেন শুধু মাইকেল ক্লার্ক।
এটা ঘটনা, এবারের অ্যাশেজে কিন্তু ইংল্যান্ড ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি। তিন টেস্টের একটিতেও দেখে মনে হয়নি যে তারা জিততে পারে। আর অ্যাডিলেডে হারলে তো সিরিজ ওখানেই শেষ। বাকি দুই টেস্ট অর্থাৎ মেলবোর্ন ও সিডনির ম্যাচ হবে নিয়মরক্ষার।
