নিজস্ব সংবাদদাতা: ভোটপর্ব মিটতেই শহর ছেড়ে বহু দূরে পাড়ি দিলেন একাধিক টলি তারকারা। সম্ভবত প্রথমবার ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনীকে নিয়ে ছুটি কাটাতে শহরের বাইরে রাজ-শুভশ্রী। অন্যদিকে টলিউডের জনপ্রিয় জুটি বনি-কৌশানিও এখন ছুটিতে।
দুই সন্তানকে নিয়ে ঘুরতে গেলেন রাজ-শুভশ্রী। এই ক'দিন ভোটের জন্য ব্যস্ত ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। রাজের প্রচারে দেখা গেছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। অবশেষে ফল প্রকাশের পর পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছেন রাজ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করলেন শুভশ্রী। বাবা ও ছেলের হাসিমুখের ছবি পোস্ট করলেও মেয়ে ইয়ালিনীর ছবি প্রকাশ্যে আনেননি তিনি।
প্রসঙ্গত এখনও মেয়েকে সামনে আনেননি রাজ বা শুভশ্রী কেউই। যদিও ইউভানের বড় হওয়ার নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দেখেছেন দর্শক। তবে মেয়ে ইয়ালিনীকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছেন এই তারকা দম্পতি। টলিউডের আরও এক জনপ্রিয় জুটি বনি-কৌশানীও পাড়ি দিলেন গোয়াতে। বন্ধুদের নিয়ে কয়েকদিনের জন্য সমুদ্র সৈকতে সময় কাটাতে চলেছেন তাঁরা। এয়ারপোর্ট থেকে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের অনুরাগীদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিলেন তারকা জুটি। ভোট দেওয়ার পর নিজেদের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেন বনি-কৌশানি। এখন কয়েকদিন কাজ থেকে বিরতি নিয়ে সমুদ্র সৈকতে একে অপরের সঙ্গে সময় কাটাবেন তাঁরা।
