ছোটপর্দায় বাবা হয়ে গিয়েছেন। সন্তান কী করে সামলাতে হয় শিখিয়ে দিয়েছেন যিশু-নীলাঞ্জনা সেনগুপ্ত!
এবার বাস্তবে বাবা হওয়ার পালা। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে শুভ খবর সবার সঙ্গে ভাগ করে নিলেন ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এর নায়ক রাহুল মজুমদার। আজকাল ডট ইনকে জানালেন, তাঁর অভিনেত্রী স্ত্রী প্রীতি বিশ্বাস চার মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে হইহই চলছে। সেপ্টেম্বরে তাঁরা দুই থেকে তিন হচ্ছেন। মা-বাবার পর তিনি প্রথম খবর জানান ধারাবাহিকের প্রযোজক যিশু-নীলাঞ্জনাকে। তারপর থেকেই নাকি তাঁদের কড়া পাহারায় প্রীতি। গর্ভবতী অবস্থাতেই স্বামীর সঙ্গে সিসিএল ক্রিকেট লিগ দেখতে বেঙ্গালুরু পৌঁছেছিলেন তিনি। সেখানে উত্তেজনায় একটু লাফালাফি করলেই নীলাঞ্জনার থেকে বকুনি খেয়েছেন!
বিয়ের সময় থেকেই রাহুল-প্রীতিকে ভালবেসে তাঁদের অনুরাগীরা ‘প্রীহুল’ নাম দিয়েছেন। সেই নামকে হ্যাশট্যাগ বানিয়ে তাঁরা সুন্দর একটি কার্ড বানিয়েছেন। পেলব গোলাপি রঙের এই কার্ডে ছোট্ট দু’পাটি মোজা। যা নতুন অতিথি আগমনের ইঙ্গিতবাহী। সারা কার্ডে ভালবাসার চিহ্ন ছড়ানো। গাঢ় গোপালি দিয়ে লেখা ‘আমাদের অনুরাগীদের পরিবারকে জানাচ্ছি, আমরা মা-বাবা হতে চলেছি।’ এক ধারে অভিনেতা দম্পতির ঘনিষ্ঠ ছবি। পুরো কার্ড দেখে অনুরাগীদের দাবি, রণবীর সিং-দীপিকা পাড়ুকোনও প্রায়ই একই ভাবে তাদের সন্তানের আসার কথা ঘোষণা করেছেন। রাহুল-প্রীতির কার্ডে যেন তাঁদেরই ছায়া। সেপ্টেম্বরে মা-বাবা হচ্ছেন দীপিকা-রণবীরও।
রণবীর জানিয়েছেন, তিনি পিতৃত্বকালীন ছুটি নেবেন। সঙ্গ দেবেন নায়িকা স্ত্রীকে। তাঁর এবং সদ্যোজাতর দেখভাল করবেন। রাহুলও কি একই পথে হাঁটবেন। অভিনেতার কথায়, ‘‘ক্রিকেট ম্যাচ উপলক্ষে অনেক দিন ছুটি নিয়েছি। আপাতত তাই ছুটির কোনও পরিকল্পনা নেই। আর এমনিতেই শুট শেষে বাড়ি ফিরে আসি। তবে প্রীতি এখন কাজ থেকে দূরে।’’ একটু থেকে যোগ করেছেন, নিন্দুকেরা কতবার তাঁর আর প্রীতির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে। একাধিক বার বিয়ে ভাঙার ভুয়ো গুজবও ছড়িয়েছে। তাদের মুখে সত্যিই যেন ঝামা ঘষে দেওয়া হল।
এবার বাস্তবে বাবা হওয়ার পালা। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে শুভ খবর সবার সঙ্গে ভাগ করে নিলেন ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এর নায়ক রাহুল মজুমদার। আজকাল ডট ইনকে জানালেন, তাঁর অভিনেত্রী স্ত্রী প্রীতি বিশ্বাস চার মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে হইহই চলছে। সেপ্টেম্বরে তাঁরা দুই থেকে তিন হচ্ছেন। মা-বাবার পর তিনি প্রথম খবর জানান ধারাবাহিকের প্রযোজক যিশু-নীলাঞ্জনাকে। তারপর থেকেই নাকি তাঁদের কড়া পাহারায় প্রীতি। গর্ভবতী অবস্থাতেই স্বামীর সঙ্গে সিসিএল ক্রিকেট লিগ দেখতে বেঙ্গালুরু পৌঁছেছিলেন তিনি। সেখানে উত্তেজনায় একটু লাফালাফি করলেই নীলাঞ্জনার থেকে বকুনি খেয়েছেন!
বিয়ের সময় থেকেই রাহুল-প্রীতিকে ভালবেসে তাঁদের অনুরাগীরা ‘প্রীহুল’ নাম দিয়েছেন। সেই নামকে হ্যাশট্যাগ বানিয়ে তাঁরা সুন্দর একটি কার্ড বানিয়েছেন। পেলব গোলাপি রঙের এই কার্ডে ছোট্ট দু’পাটি মোজা। যা নতুন অতিথি আগমনের ইঙ্গিতবাহী। সারা কার্ডে ভালবাসার চিহ্ন ছড়ানো। গাঢ় গোপালি দিয়ে লেখা ‘আমাদের অনুরাগীদের পরিবারকে জানাচ্ছি, আমরা মা-বাবা হতে চলেছি।’ এক ধারে অভিনেতা দম্পতির ঘনিষ্ঠ ছবি। পুরো কার্ড দেখে অনুরাগীদের দাবি, রণবীর সিং-দীপিকা পাড়ুকোনও প্রায়ই একই ভাবে তাদের সন্তানের আসার কথা ঘোষণা করেছেন। রাহুল-প্রীতির কার্ডে যেন তাঁদেরই ছায়া। সেপ্টেম্বরে মা-বাবা হচ্ছেন দীপিকা-রণবীরও।
রণবীর জানিয়েছেন, তিনি পিতৃত্বকালীন ছুটি নেবেন। সঙ্গ দেবেন নায়িকা স্ত্রীকে। তাঁর এবং সদ্যোজাতর দেখভাল করবেন। রাহুলও কি একই পথে হাঁটবেন। অভিনেতার কথায়, ‘‘ক্রিকেট ম্যাচ উপলক্ষে অনেক দিন ছুটি নিয়েছি। আপাতত তাই ছুটির কোনও পরিকল্পনা নেই। আর এমনিতেই শুট শেষে বাড়ি ফিরে আসি। তবে প্রীতি এখন কাজ থেকে দূরে।’’ একটু থেকে যোগ করেছেন, নিন্দুকেরা কতবার তাঁর আর প্রীতির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে। একাধিক বার বিয়ে ভাঙার ভুয়ো গুজবও ছড়িয়েছে। তাদের মুখে সত্যিই যেন ঝামা ঘষে দেওয়া হল।
