বহু বছর পর আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন স্বস্তিকা দত্ত। আগেই প্রকাশ্যে এসেছিল তাঁর নতুন ধারাবাহিকের ঝলক। এবার স্লট পেল এই ধারাবাহিক। কবে থেকে সফর শুরু হচ্ছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' -এর, কখনই বা দেখা যাবে এই মেগা?

ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। মুখ্য ভূমিকায় অর্থাৎ 'বিদ্যা ব্যানার্জি'র চরিত্রে দেখা যাবে স্বস্তিকা দত্তকে। তাঁর বিপরীতে থাকবেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার তাঁরা জুটি বাঁধতে চলেছেন। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিকের পথ চলা। তবে কোন সময়ে দেখা যাবে সেটা এখনই ঘোষণা করা হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে। ফলে স্বস্তিকার আগমনে কোন মেগার কপাল পুড়ল সেটা এখনই স্পষ্ট নয়। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে 'শুভ বিবাহ' ধারাবাহিকটি শেষের পথে। সোনামণি সাহা, হানি বাফনা অভিনীত ধারাবহিকের সফরেই ইতি পড়বে, না অন্য কোনও মেগার ঘাড়ে কোপ পড়বে সেটা জানার জন্য দর্শকদের আরও একটু অপেক্ষা করতে হবে।

স্টার জলসার তরফে এদিন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' -এর সেখানে দেখা যাচ্ছে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে নতুন চাকরিতে যোগ দিতে যাচ্ছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। কলেজে ঢুকেই দেখেন একটি মেয়েকে উত্যক্ত করছে একটি ছেলে। সেই ছেলেটি আর কেউ নয়, বরং তার ভাই! বিদ্যা এই ঘটনা দেখে তৎক্ষণাৎ সেটার বিরোধিতা করে। শুধু বিরোধিতা নয়, শাসন করার জন্য রীতিমত ভাইয়ের গায়ে হাত তোলে। হাতে কেবল বীণা আর পুস্তক নয়, শিক্ষা দিতে প্রয়োজনে যে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' বেতও তুলে নিতে পারে সেটা ঝলকেই স্পষ্ট। আর নায়িকার এই রূপ দেখে মুগ্ধ হয় কলেজের বোর্ডের অন্যতম সদস্য, অর্থাৎ নায়ক। সে জানতে চায় কে এই মেয়েটি। পরিচয় জেনে মুগ্ধতা জাহির করে সে। তবে শেষ পর্যন্ত তাদের দুজনের রসায়ন কেমন আর কতটা জমে সেটাই দেখার।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)