'বাহুবলী' ফ্র্যাঞ্চাইজিকে সফল বলা হলে হয়তো কিছুই বলা হয় না। শুধু সিনেমা নয়, 'বাহুবলী' নিয়ে আছে উপন্যাস, গ্রাফিক নভেল, অ্যানিমেটেড সিরিজ এবং এখন যোগ হল নতুন আয়োজন — ‘বাহুবলী: দ্য এপিক’, যা মুক্তি পাবে ৩১ অক্টোবর, ২০২৫। তবে এটি পুরোপুরি নতুন কিছু নয়; মূলত এটি এই সিরিজের দু'টি সিনেমার সংযোজন। এস.এস. রাজামৌলি এই প্রকল্পটি এগারো বছর পরে নিয়ে আসছেন, যখন ‘বাহুবলী: দ্য বিগিনিং’ প্রথম বড়পর্দায় মুক্তি পেয়েছিল। স্বাভাবিকভাবেই দর্শকরা অপেক্ষায় আছেন, 'বাহুবলী' সিরিজের তিন নম্বর ছবির। এই ছবি নিয়ে নির্মাতাদের কোনও পরিকল্পনা আছে কি না, সেই বিষয়ে তুমুল আগ্রহ দর্শকের।
পরিচালক রাজামৌলি এবং বাহুবলীর টিম ‘বাহুবলী: দ্য এপিক’–এ দর্শকের জন্য এক বিশেষ অভিজ্ঞতা তৈরিতে ব্যস্ত। এটি মূলত দু'টি সিনেমা — ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (২০১৭)–কে একত্রিত করে তৈরি করা হয়েছে, যাতে ফ্র্যাঞ্চাইজির দশ বছরের যাত্রা উদযাপন করা যায়।
আগে খবর পাওয়া গিয়েছিল, এ ছবির দৈর্ঘ্য প্রায় ৫ ঘণ্টা ২৭ মিনিট হতে পারে, কিন্তু প্রযোজক শোবুয়ার ইয়ারালাগাড্ডা নিশ্চিত করেছেন যে এই নতুন সংস্করণটি প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট সময়কাল হবে। সিনেমায় প্রথমে ‘দ্য বিগিনিং’-এর গল্প, ইন্টারমিশনের পর ‘দ্য কনক্লুশন’-এর ঘটনা দেখানো হবে। শোবুয়ার কথায়, “এটি এমন এক অভিজ্ঞতা, যেখানে দু'টি সিনেমা একসঙ্গে দেখছেন, কিন্তু ঘটনা নন-লিনিয়ার নয়।”
এই ছবির শেষে ‘বাহুবলী ৩’–এর কোনও ইঙ্গিত থাকছে কি না জানতে চাইলে প্রযোজক সাফ জানিয়েছেন, “আমি জোর দিয়ে বলতে পারি, 'বাহুবলী ৩'–এর কোনও ঘোষণা নেই এতে। তবে হ্যাঁ, দর্শকের জন্য কিছু চমক আছে। যদি রাজামৌলি এই সিরিজ নিয়ে কিছু করতে চান, তবে প্রচুর সম।ভাবনা আছে। তাই বাহুবলীর জগৎ সমৃদ্ধ হবে এবং এই পুনঃমুক্তিই কেবল শুরু মাত্র। আমরা বিশ্বাস করি, এই জগতের, চরিত্রদের নিয়ে আরও অসংখ্য গল্প বলা যেতে পারে।”
জঝর খবর, 'বাহুবলী'র নতুন ছবির এই সংস্করণে এমন দৃশ্যও থাকতে পারে যা থিয়েটারে দেখানো হয়নি। রাজামৌলি মূল দু'টি সিনেমায় ১১ ঘণ্টারও বেশি ফুটেজ শুট করেছিলেন, যার অনেক অংশ এডিটিংয়ে বাদ গিয়েছিল। কিছু অদেখা মুহূর্ত এবার ফের যুক্ত হতে পারে, যা এই ছবিটিকে আগের দুই ছবির থেকে আলাদা করবে।
এই থবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’–এর মুক্তির ১০ম বার্ষিকী উদযাপনও করছে। ২০১৫ সালে এটি প্রথম তেলুগু সিনেমা হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। সিকুয়্যেল, ২০১৭–এ মুক্তি পেয়ে বিশ্বব্যাপী ১৮০০ কোটি টাকা আয় করে বক্স অফিস রেকর্ড ভেঙে দেয় এবং রাজামৌলির জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। এই ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্রে আছেন প্রভাস, রানা দাগগুবাতি, অনুষ্কা শেট্টি এবং তামান্না ভাটিয়া, সমর্থন চরিত্রে রম্যা কৃষ্ণন, সত্যরাজ এবং নাসির।
‘বাহুবলী: দ্য এপিক’ ৩১ অক্টোবর থিয়েটারে মুক্তি পেতে চলেছে। মুক্তির আগে নেটফ্লিক্স এই দুই ছবিকেই তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে, দর্শককে ফের প্রেক্ষাগৃহে আসতে উৎসাহিত করার উদ্দেশ্যে।
