আট বছর আগে যে নামটা ‘বিগ বস’-এর ইতিহাসে বিতর্ক, বিস্ফোরণ ও অশান্তির প্রতীক হয়ে উঠেছিল, আজ সেই নামই আবার ফিরছে আলোচনার কেন্দ্রে। হ্যাঁ, প্রিয়াঙ্কা জাগ্গা। ‘বিগ বস ১০’-এর এই প্রতিযোগী সলমন খানের সঙ্গে প্রচণ্ড বাকবিতণ্ডার পর ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, এবং তখনই সেই পর্ব চলাকালীন সলমন ঘোষণা করেছিলেন, “এই মেয়েকে আর কখনও এই চ্যানেলে দেখতে চাই না। আর যদি দেখি এই মেয়েটিকে এই চ্যানেল কর্তৃপক্ষ তাঁদের কোনও অনুষ্ঠানে ফিরিয়ে এনেছেন, তাহলে আমি এই চ্যানেলের হয়ে আর কোনও কাজ করব না! সাফ কথা! ”

 

কিন্তু সময় বদলায়। এবার ‘বিগ বস ১৯’-এ আবার নাকি ডাকা হয়েছে সেই প্রিয়াঙ্কাকে—এবং তিনি ফিরতে চলেছেন, সেটা নিজেই জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একাধিক আবেগঘন পোস্টের মাধ্যমে।

 

প্রিয়াঙ্কার পোস্ট যা আগুন ছড়াল নেটদুনিয়ায়!
প্রিয়াঙ্কা জাগ্গা ফেসবুকে নিজের পুরনো ‘বিগ বস ১০’-এর কিছু ছবি পোস্ট করে লেখেন—

“১০ বছর আগে আমি ‘বিগ বস’-এ ছিলাম। জীবন বদলে গিয়েছিল, কিন্তু সবটুকু ভাল ছিল না। সলমন খানের সঙ্গে ঝামেলা হয়েছিল। আমি নিজেই সরে এসেছিলাম। গ্ল্যামার ছেড়েছিলাম। কোলাহল ছেড়েছিলাম। এখন, হঠাৎ করেই আবার ফোন এল বিগ বস থেকে। হ্যাঁ, এই সিজনের জন্য। ওরা আমাকে আবার চাইছে।”

 

 

তিনি আরও লেখেন— “এবারের ‘বিগ বস’-এর থিম ‘রাজনীতি’। কিন্তু আমি আর আলো বা হেডলাইনের পেছনে ছুটছি না। এবার এই ডাক যেন নতুন করে সাহস খোঁজার, একটা বন্ধ অধ্যায় শেষ করার। ফিরব না কি শান্তিতে থাকা ভাল?”

কয়েক ঘণ্টা পরেই আর এক পোস্টে প্রিয়াঙ্কা সরাসরি লেখেন— “আমি ফিরছি বিগ বস ১৯-এ! যে বিশ্বাস করেছে, যে সুযোগ দিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ। এবার অন্যরকম এনার্জি, নতুন রাজনীতি। দেখা যাক কোথায় পৌঁছাই।”

‘বিগ বস ১০’: বিতর্ক, বাগ্‌বিতণ্ডা ও বিদায়!
২০১৬ সালে বিগ বস ১০-এ অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা জাগ্গা। প্রথম দিন থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। মনু পাঞ্জাবি ও লোপামুদ্রা রাউতের সঙ্গে চলত তাঁর ধারাবাহিক অশান্তি। শোয়ের প্রতিটি পর্বেই যেন ঝগড়া ও বিশৃঙ্খলার ঝড়। এক পর্যায়ে সঞ্চালক সলমন খান প্রকাশ্যে বলেন— “এই মেয়েকে আর চাই না ‘বিগ বস’ হাউজে!”

এরপর প্রিয়াঙ্কাকে বের করে দেওয়া হয় ঘর থেকে। প্রিয়াঙ্কা পরে দাবি করেছিলেন, “ওই ঘরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। বাঁচার জন্যই খারাপ ব্যবহার করি, যাতে বের করে দেয়।”

সলমনের সেই মন্তব্য কি আজ ভুলে গেছেন? কারণ সলমন খান তখন বলেছিলেন—“আর যদি দেখি এই মেয়েটিকে এই চ্যানেল কর্তৃপক্ষ তাঁদের কোনও অনুষ্ঠানে ফিরিয়ে এনেছেন, তাহলে আমি এই চ্যানেলের হয়ে আর কোনও কাজ করব না! সাফ কথা! ””

তবে ‘বিগ বস ১৯’-এর প্রোমোতে স্রেফ সলমন খান আছেন। কিন্তু এখনও প্রতিযোগীদের নাম ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে।
প্রিয়াঙ্কার প্রত্যাবর্তনে এখন প্রশ্ন উঠছে— সলমন কি মেনে নিয়েছেন এই কামব্যাক? না কি শুধু ‘ঘরওয়ালোঁ কি সরকার’ থিমের সঙ্গে মানানসই করতে ওকে ফিরিয়ে আনা হচ্ছে? আবার কি হতে চলেছে সলমন বনাম প্রিয়াঙ্কা পর্ব ২?

‘বিগ বস ১৯’-এর থিম: ‘রাজনীতি’র খেলার মাঠ! ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে বিগ বস ১৯। সম্প্রচার হবে জিও হটস্টার-এ রাত ৯টায় এবং কালার্স চ্যানেলে রাত ১০:৩০-এ। এবারে বিগ বসের  থিম: ‘ঘরওয়ালোঁ কি সরকার’— যেখানে প্রতিযোগীদের হাতে থাকবে ক্ষমতার ভার।  নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিযোগীর নাম ঘোষণা করেননি।

প্রিয়াঙ্কার কথায়, “আমি আর বিগ বস-এ ফিরছি আলো খুঁজতে না, শান্তি খুঁজতে।” কিন্তু দর্শক জানেন— প্রিয়াঙ্কা মানেই ঝড়।

গোটা ঘটনায় নেটপাড়ার প্রতিক্রিয়া কেমন?

প্রিয়াঙ্কার পোস্ট ঘিরে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, “যদি ফেরেন, এবার আরও বুঝে খেলুন।” কেউ আবার লিখেছেন, “এই ফেরা নিছক সস্তা প্রচার নয় তো?” আবার অনেকে একেবারে সোজা বলছেন, “প্রিয়াঙ্কা ফিরলে আবার আগুন জ্বলবে বিগ বস হাউজে!”

এই প্রত্যাবর্তন চূড়ান্ত না নাটক? প্রশ্ন থাকছেই—

প্রিয়াঙ্কা সত্যিই প্রতিযোগী হিসেবে ফিরছেন তো?
 না কি প্রি-সিজন হাইপ তৈরির জন্য এই টিজার?
 সলমন কীভাবে সামলাবেন সেই পুরনো বিরোধিতা?

একদিকে দর্শক কৌতূহলী। অন্যদিকে, প্রিয়াঙ্কার বক্তব্যে এক ধরনের পরিণত ভাবও ফুটে উঠছে।
তবে তাঁর ফিরে আসা মানেই ‘বিগ বস ১৯’-এ একটানা ঝড়, বিতর্ক আর হাইভোল্টেজ নাটক— সেটা বলাই বাহুল্য।