বছর ঘুরতেই নাকি শেষের পথে হাঁটছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। এই ধারাবাহিক ঘিরে শুরু থেকেই বহুবার শেষের গুঞ্জন এসেছিল। নায়ক-নায়িকার দ্বন্দ্ব থেকে শুরু করে চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর মনোমালিন্য নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। মাঝে নায়িকা বদল করেও স্বস্তি মেলেনি, এবার নাকি সত্যিই ইতি টানছে এই ধারাবাহিক।
টলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে এই বিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী শিরিন পালের সঙ্গে। এই মুহূর্তে দর্শক ধারাবাহিকে তাঁকে 'অপর্ণা'র চরিত্রে দেখছেন। শিরিনের কথায়, "সত্যি বলতে কী এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানি না। আমাদের কাছে কল টাইম আসে, সেই অনুযায়ী কাজ করি। এর থেকে বেশি কিছু জানতেও পারি না। তাই ধারাবাহিকের মেয়াদ যতদিনই হোক কাজ যেমন করছি করে যাব।"
আজকাল ডট ইন ইন-কে অভিনেত্রী অনিন্দিতা কপিলেশ্বরী বলেন, "আমার কানেও এসেছে এমন খবর, তবে অফিশিয়ালি কিছু জানি না। তাছাড়া আমাদের এই ধারাবাহিকের টুইস্ট তো সবে এল। এখনও তো অনেককিছু দেখানো বাকি। তাই মনে হয় না এত তাড়াতাড়ি শেষ হবে বলে। দর্শকের একটা চাহিদা তো আছেই, সেটা মেটানোর দায়িত্ব আছে। তাই মনে হয় এটাও গুঞ্জনই।"
প্রসঙ্গত, শুরুতে এই মেগার হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছিলেন জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়। প্রথমদিকে দু'জনের মধ্যে বেশ ভাল বোঝাপড়া থাকলেও মাঝে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়ে ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। সেই জায়গা পূরণ করতে নতুন অপর্ণা হয়ে আসেন নবাগতা শিরিন পাল। প্রথমদিকে জিতুর পাশে শিরিনকে মেনে নিতে দর্শকের অস্বস্তি হলেও এখন এই জুটিকে চোখে হারান তাঁরা।
নতুন নায়িকার সঙ্গে জিতুর বোঝাপড়া যে বেশ ভাল তা তাঁদের সমাজমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়। এদিকে গল্পও এগোচ্ছে একেবারে 'হাই পিচ'-এ। সবেমাত্র রাজনন্দিনীর চরিত্রটিকে ধারাবাহিকে দেখানো হয়েছে। তার সঙ্গে অপর্ণার যোগসূত্র নিয়ে এখন টানাপোড়েন চলছে। আর্য আসল অপরাধী কিনা, সেই নিয়েও চলছে টানটান উত্তেজনাপূর্ণ পর্ব। এর মাঝেই কীভাবে ইতি টানবে এই ধারাবাহিক? কেনই বা এই গুঞ্জন এল? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।
