সালটা ২০২১। ফারহান আখতার ঘোষণা করলেন 'জি লে জারা'। সঙ্গে চমকে দিল এই ছবির কাস্টিং। থাকবেন বলিউডের প্রথম সারির ৩ অভিনেত্রী, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ। কিন্তু তারপর ৪ বছর কেটে যেতে বসেছে। এখনও সেই ছবি মুক্তি পাওয়া তো দূর, এখনও পর্যন্ত শুটিংই শুরু হয়নি ছবির। তবে, এবার অবশেষে ফারহান জানালেন যে এই ছবি এবার শেলফ থেকে নামতে চলেছে। ছবিটা হবে। নিশ্চিত বার্তা দিয়ে কী জানালেন পরিচালক? 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফারহান আখতার জানিয়েছেন, ছবিটি হচ্ছে। তিনি এও স্বীকার করে নেন যে, ঘোষণা হওয়ার পর ছবিটি নানা কারণে পিছিয়ে গিয়েছে। আর সেটার কারণে ফারহান আখতারের কাছে যত ছবির অফার এসেছে অভিনেতা হিসেবে, তিনি সব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে তিনি জানিয়েছেন। 

ফারহান এই সাক্ষাৎকারে বলেছেন যে অভিনেত্রীদের একত্রে সময় পেতে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু সেটার সমাধান হয়েছে। বলিউডের তিন সুপারমমকে নিয়েই হবে এই ছবি। তাঁরা জলদিই এই ছবির শুটিং শুরু করবেন। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মাঝে শোনা গিয়েছিল যে মালতি হওয়ার পর নাকি প্রিয়াঙ্কা চোপড়া এই ছবি করবেন না বলে জানিয়েছেন। ক্যাটরিনা কাইফও নাকি ছেড়ে দিচ্ছেন ছবিটি। অনুষ্কা শর্মাকে অফার করা হয়েছে জি লে জারা। তবে জানা গিয়েছে, প্রাথমিকভাবে যে কাস্টিং ঘোষণা করা হয়েছিল সেটা নিয়েই হবে এই ছবি। 

ফারহান আখতার '১২০ বাহাদুর' ছবির প্রচারে এসেও কথা বলেছিলেন ছবিটি নিয়ে। জানান, সেই সময় কতটা মানসিক চাপ সইতে হয়েছিল তাঁকে। সেই সময়ের স্মৃতি হাতে তিনি বলেন,'আমার ছবি তুফান ২০২১ সালে মুক্তি পায়। ঠিক তারপরই জি লে জারা ছবিটা পরিচালনা করার কথা ছিল। কিন্তু ছবিটি নানা কারণে বারবার পিছিয়ে গিয়েছে, এটার জন্য আমি অন্য সমস্ত কাজকে গত দুই বছর ধরে না করে গিয়েছি। আমি ওই ছবিটা করব যখন, কেবল তাতেই মনোনিবেশ করতে চেয়েছিলাম। এমনকী আমার কাছে অভিনয়ের কোনও সুযোগ এলে সেটাও ফিরিয়ে দিয়েছি।  ফারহান জানান সেই সময়টা তাঁর জন্য দারুণ স্ট্রেসফুল একটা সময় ছিল। খুব চাপের মধ্যে কেটেছে তাঁর সময় এভাবে আড়াই বছর ধরে ছবিটির কাজ পিছিয়ে যাওয়ার কারণে। অভিনেতা, পরিচালক এদিন এও জানান, 'নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলাম। ভাবছিলাম, সবাই হয়তো ভাবছেন আমি হয়তো আর পরিচালন করতে পারব না। কারণ শেষ ছবি আমি যেটা পরিচালনা করেছি সেটা ১২ বছর আগে। তারপর থেরাপিস্টের কাছে যাই, গোটাটা বলার পর বুঝি সমস্যাটা কোথায়। ঠিক করে নিই এবার এই ছবি থেকে সরে আসার সময় হয়ে গিয়েছে।'