টলিউডের অন্দরে জোর গুঞ্জন নিখোঁজ হয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা। সদ্যই তিনি 'নিম ফুলের মধু' ধারাবাহিকের পর বিরতি কাটিয়ে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবহিক নিয়ে ছোটপর্দায় ফিরেছিলেন। এর মধ্যেই ঘটে গেল বিপত্তি! শহর জুড়ে ছেয়ে গিয়েছে পল্লবীর নিখোঁজ পোস্টার। 

কী ঘটেছে? শহরের বিভিন্ন জায়গায় পল্লবী শর্মার যে নিখোঁজ পোস্টার পড়েছে সেখানে অভিনেত্রীর একটি সাদা কালো ছবি দেখা যাচ্ছে। সঙ্গে জানানো হয়েছে পল্লবী শর্মার খোঁজ দিতে পারলেই পাওয়া যাবে নগদ ১ লাখ টাকার পুরস্কার। সঙ্গে খোঁজ দেওয়ার জন্য দেওয়া হয়েছে দুটো ফোন নম্বরও। ভাবছেন ব্যাপারটা কী? পল্লবী শর্মা নিখোঁজ, এটা সত্যি। তবে পর্দার জন্য, বাস্তবে নয়। আর এই খবর শেয়ার করেছেন খোদ অভিনেত্রীই।

'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে রূপ মারা যাওয়ার পর দিতিকে রূপ সাজিয়ে বাড়ি নিয়ে এসেছে গোরা। যদিও দুজনের স্বভাব, চরিত্র, পছন্দ, অপছন্দ সবই আলাদা। কিন্তু দিতির প্রেমিকের হাত থেকে বাঁচাতে এই ফন্দি এঁটেছে নায়ক। আর দিতিকে নিজের কাছে ফিরিয়ে নিতে, সকলের দৃষ্টি আকর্ষণ করতে এবং এটা বোঝাতে যে রূপ আর দিতিকে একই রকম দেখতে, নিখোঁজ পোস্টার ছাপিয়ে সেটা সর্বত্র সেঁটে দিয়েছে দিতির প্রেমিক। সেই চালে যখন সে দিশেহারা ঠিক সেই সময়ই সন্ন্যাসীরা গোরাকে রূপের হদিস দেয়। জানায় গঙ্গাসাগরের কাছে রয়েছে সে। স্ত্রীর সন্ধানে সেখানে ছুটে যায় গোরা। আর সেই সময় নায়কের পিছু নেয় দিতি। সবটা মিলিয়ে এখন এই ধারাবাহিকের মোড় কোন দিকে ঘোরে সেটাই দেখার। তবে সবটা মিলিয়ে গল্প বেশ জমে উঠেছে। 

সম্প্রতি এই ধারাবাহিকের প্রোমোতে দেখানো দিতির নিখোঁজ পোস্টার অভিনেত্রী পল্লবী শর্মা নিজেই নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করেছেন মজা করে। যা বর্তমানে ভাইরাল। 


প্রসঙ্গত, 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকটি মাত্র মাসখানেক হল শুরু হয়েছে। কিন্তু প্রথম থেকেই টিআরপিতে চমক দেখাচ্ছে। পল্লবী শর্মার ধারাবাহিক আবারও আগের মতোই সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। 'নিম ফুলের মধু' ধারাবাহিকের পর সাময়িক বিরতি নিয়ে এই ধারাবাহিকে ফিরেছেন নায়িকা। এখানে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকে আছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এটি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়।