প্রতিম ডি গুপ্তর জন্য বছরটা যে বেশ জমাটি ভাবে শুরু এবং শেষ হল সেটা নিঃসন্দেহে বলা যায়। গত বছর বড়দিনে মুক্তি পাওয়া 'চালচিত্র' ছবির রেশ এবং উন্মাদনা ২০২৫ এর শুরুতেও বহাল তবিয়তে বহাল ছিল। এরপর চলতি বছরের প্রায় শেষে দিকে নভেম্বর মাসে মুক্তি পেল পরিচালকের নতুন ছবি 'রান্নাবাটি'। সিঙ্গল ফাদারের সেই গল্পও বক্স অফিসে হিট। 'রান্নাবাটি' সেরেই 'কার্মা কোর্মা'র হাত ধরে ওয়েব মাধ্যমে পা রাখলেন তিনি। তাতেও সফল। এবার নতুন বছর শুরু হতেই জানা গেল পরিচালকের আগামী প্রজেক্টের কথা।
'কার্মা কোর্মা'য় ভরপুর মারদাঙ্গা, রক্ত, ইত্যাদি ছিল। কিন্তু সেসব অতীত। নতুন বছরে কেবল প্রেম। গানে ঠাসা, মিষ্টি, মধুর রোম্যান্সে ভরপুর 'বৈরাগী' নিয়ে ২০২৬ সালে আসছেন প্রতিম ডি গুপ্ত। হ্যাঁ, 'বৈরাগী' হচ্ছে তাঁর নতুন ছবি। এখানে অনুভূতিদের কথার পাশাপাশি, ইচ্ছে, সহ একটি সম্পর্কের সমস্ত দিকের কথাই ফুটে উঠবে। মোদ্দাকথায়, বড়পর্দায় বিরাট আকারে আসবে এই প্রজন্মের এক প্রেমের ছবি, যার সঙ্গী হবে গান। নতুন প্রজন্মের দর্শক গল্পের সঙ্গে নিজেদের মিল পাবেন বলেই নির্মাতাদের তরফে দাবি করা হয়েছে।
'রান্নাবাটি' ছবিটির পর এই ছবিতে আবারও প্রযোজক প্রদীপ কুমার নন্দীর সঙ্গে হাত মেলাচ্ছেন পরিচালক। বলা ভাল, ২০২৫ সালের হিট পরিচালক প্রযোজক জুটি ২০২৬ -এও অটুট থাকছে। তাঁদের সঙ্গে এই প্রজেক্টে যোগ দিচ্ছেন জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস।
মুখ্য ভূমিকায় কাদের দেখা যাবে 'বৈরাগী' ছবিতে? এখনও সেটা চূড়ান্ত হয়নি। তবে নির্মাতাদের তরফে জানানো হয়েছে একদম নতুন দু'জনকে দেখা যাবে নায়ক নায়িকা হিসেবে। অডিশনের মাধ্যমেই বেছে নেওয়া হবে তাঁদের। কলকাতাতেই হবে সেই অডিশন পর্ব। 'বৈরাগী' মুক্তি পেতে পারে ২০২৬ সালের দ্বিতীয় ভাগে।

এই ছবির বিষয়ে আজকাল ডট ইনকে পরিচালক প্রতিম ডি গুপ্ত জানিয়েছেন, 'সিনেমার প্রতিটি প্রজন্মের নিজেদের নতুন নায়ক এবং নায়িকার প্রয়োজন আছে। দেব হোক বা জিৎ, বাংলা সিনেমা তখনই নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে যখনই নতুন মুখ এসেছে এবং পর্দায় রোম্যান্সের ভাষা বদলেছে। বৈরাগীর সঙ্গে আমরা সেই নতুন এবং আগামী স্ফুলিঙ্গের আবিষ্কার করতে চাইছি। অভিনেতা যাঁরা এই প্রজন্মের, নির্ভীক এবং ইমোশনালি সৎ হবে তাঁদের আবিষ্কার করতে চাইছি। এই ইন্ডাস্ট্রির কিছু সেরা এবং দক্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করার পর নতুনদের সঙ্গে কাজ করে যেমন চ্যালেঞ্জিং হবে, তেমনই মজার। নতুন তারকাদের গড়েপিটে নেওয়ার মজা আলাদা।' প্রযোজক প্রদীপ কুমার নন্দীর মতে, 'বৈরাগী' কেবল একটা ছবি নয়, বরং বাংলা সিনেমার ভবিষ্যতের লঞ্চপ্যাড হতে চলেছে।
