দক্ষিণের পাশাপাশি হিন্দি ছবির বাজারেও যাঁর নাম মানেই ভরসা, তিনি প্রভাস। ‘বাহুবলী’ থেকে শুরু করে সাম্প্রতিক ব্লকবাস্টার ‘কল্কি ২৯৮৯ এডি’, প্রতিটি ছবিতেই নিজের তারকা-ক্ষমতার প্রমাণ দিয়েছেন এই অভিনেতা। আর এবার ফের আলোচনার কেন্দ্রে প্রভাস, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহু-প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’-কে ঘিরে। তবে এই আলোচনার কেন্দ্রে শুধু ছবি নয়, রীতিমতো ঝড় তুলেছে প্রভাসের পারিশ্রমিকের অঙ্ক।

 

কয়েক মাস আগেও গুঞ্জন ছিল, ‘স্পিরিট’-এর জন্য প্রভাসের পারিশ্রমিক প্রায় ১০০ কোটি টাকা। কিন্তু সেই হিসাব যে অনেকটাই কম, তা স্পষ্ট করে দিয়েছে সাম্প্রতিক এক রিপোর্ট। মানি কন্ট্রোল সূত্রে খবর, সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই প্যান-ইন্ডিয়া ছবির জন্য প্রভাস নিচ্ছেন ১৬০ কোটিরও বেশি টাকা! এই বিপুল অঙ্কের সঙ্গে সঙ্গে এক নতুন রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। প্রভাস এখন শুধু টলিউডেই নয়, গোটা দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

 

ইন্ডাস্ট্রির একাংশের মতে, এই বিশাল পারিশ্রমিকের পিছনে রয়েছে প্রভাসের অনন্য স্টারডম। তাঁর বিপুল ফ্যানবেস কেবল ভারতেই সীমাবদ্ধ নয়। আমেরিকা, ইউরোপ, জাপান-সহ বিশ্বের নানা প্রান্তে প্রভাসের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। সেই বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতাই ছবির ব্যবসায়িক সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়, বলছেন ট্রেড বিশেষজ্ঞরা।

 

‘স্পিরিট’ একটি বড় বাজেটের প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবি, পরিচালনায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা। শোনা যাচ্ছে, এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যেতে পারে তৃপ্তি দিমরিকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সহ-অভিনেতার তালিকায় থাকতে পারেন বিবেক ওবেরয় ও প্রকাশ রাজ। যদিও ছবির কাহিনি নিয়ে নির্মাতারা এখনও মুখ খোলেননি, তবে ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, ‘স্পিরিট’-এ প্রভাসকে দেখা যাবে এক পুলিশ অফিসারের চরিত্রে, যিনি এক অত্যন্ত হিংস্র ও মানসিকভাবে বিধ্বংসী মিশনে যুক্ত। ছবির প্রস্তুতির জন্য প্রায় ছ’মাস সময় দিতে পারেন প্রভাস।


 

সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবি ঘিরে এখন নতুন গুঞ্জন এই ছবিতে নাকি রণবীর কাপুরকে দেখা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও রোলে। আরও ফিসফাস, যে সে চরিত্র নয়। ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনীত নিজের চরিত্রের বেশেই নাকি প্রভাসের মুখোমুখি হবেন রণবীর! রণবীর কি সত্যিই অতিথি শিল্পী হিসেবে এই ছবিতে অভিনয় করছেন? খবর, প্রভাস-অভিনীত ‘স্পিরিট’-এ একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে’ উপস্থিত হবেন রণবীর। সূত্রের দাবি, ছবির গল্পে তাঁর ছোট্ট আবির্ভাবই নাকি বড় মোড় এনে দেবে। এ খবর সত্যি হলে, ব্যাপারটি  হবে ভারতীয় সিনেমার বিশাল মুহূর্ত, কারণ এই প্রথম পর্দা ভাগ করবেন প্রভাস ও রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’এ-র অভিনেতা এবং ‘সাহো’-র ‘রেবেল স্টার’-দু’জনকেই এক ফ্রেমে আনছেন ভঙ্গা! ফলে জোরদার জল্পনা শুরু, সন্দীপ রেড্ডি ভঙ্গা কি নিজের সিনেমাটিক ইউনিভার্স তৈরি করছেন?অদ্ভুতভাবে, ‘অ্যানিম্যাল’ ছবির প্রচারের সময় রণবীর নিজেই ভাঙ্গাকে বলেছিলেন, তাঁদের চরিত্রগুলো যেন একই ইউনিভার্সে থাকে! তাই রণবীরের ক্যামিওর গুঞ্জন আরও বাড়ছে। যদিও এখনই কিছুই নিশ্চিত নয়, তবে দেখা যাক শেষমেশ কী হয়।

 

 

 

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ‘স্পিরিট’ নিয়ে বড় বিতর্ক তৈরি হয়, যখন দীপিকা পাড়ুকোন এই ছবি থেকে সরে দাঁড়ান। রিপোর্ট অনুযায়ী, পারিশ্রমিক বৃদ্ধি এবং দিনে আট ঘণ্টা কাজের শর্তে অনড় ছিলেন তিনি। পরিচালকের সঙ্গে মতের অমিল হওয়ায় শেষ পর্যন্ত ছবিটি ছাড়েন दीपিকা। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক! অনেকেই অবশ্য দীপিকার দাবির পক্ষে দাঁড়ান।

 

এই প্রসঙ্গে দীপিকা নিজেই বলেছিলেন,“আমরা অতিরিক্ত কাজকেই স্বাভাবিক করে ফেলেছি।  দায়বদ্ধতার সঙ্গে এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলি। দিনে আট ঘণ্টা কাজ মানবদেহ আর মনের জন্য যথেষ্ট। আপনি সুস্থ থাকলে তবেই সেরাটা দিতে পারবেন।”

 

সব মিলিয়ে, ‘স্পিরিট’ শুধু একটি ছবি নয়, এই মুহূর্তে তা প্রভাসের রেকর্ড পারিশ্রমিক, দীপিকার প্রস্থান এবং ভাঙ্গার পরিচালনার কারণে ভারতীয় সিনেমার সবচেয়ে আলোচিত প্রজেক্টগুলোর অন্যতম হয়ে উঠেছে।