সন্তান-সহ হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। আচমকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে যেতে হয় তাঁকে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে তেমনই খবর।

পরীমণি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর ছেলে পদ্মর জ্বর। পরীমণির ঘনিষ্ট বৃত্তের একজন জানান, নায়িকা তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভোগায় নির্দিষ্ট সময় অন্তর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। রবিবার দুপুরে জানা যায়, আপাতত সুস্থ পরীমণি। শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। তবে সমস্যা পুরোপুরি মেটেনি। প্রচণ্ড জ্বরে ভুগছেন অভিনেত্রী। চিকিৎসার মাধ্যমে তাঁকে সারিয়ে তোলার চেষ্টা হচ্ছে। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও কয়েকটা দিন তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে।

নিজের অবস্থার কথা একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন পরীমণি। লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’

দিন কয়েক আগেই ঘটা করে একটি পাঁচতারা হোটেলে কাছের মানুষদের নিয়ে ছেলের জন্মদিন পালন করেছিলেন পরীমণি। আনন্দের মুহূর্ত নেটমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে।

পরীমণি অভিনয় নিয়ে যতটা সমালোচনায় থাকেন, তার থেকে অনেক বেশি চর্চায় থাকে নায়িকার প্রেম, বিয়ে, সম্পর্কে। ছেলের দু'বছর বয়স হতে না হতেই আবারও মা হয়েছিলেন নায়িকা। প্রাক্তন স্বামী শরিফুল রাজ-এর সঙ্গে বিচ্ছেদের পর ছেলে এবং মেয়েকে নিয়ে একাই থাকেন নায়িকা। 

এর মাঝে বহুবার নায়িকার জীবনে নতুন প্রেমের ইঙ্গিত পাওয়া গিয়েছে। জল্পনার আঁচ তুঙ্গে থাকলেও প্রেমে সিলমোহর দেননি নায়িকা। বারবার জানিয়েছেন, মনের দরজায় নাকি তালা বন্ধ করে রেখে দিয়েছেন তিনি। আর কাউকে নিজের কাছে আসতে দেবেন না। এখন শুধু দুই সন্তানকে নিয়েই তাঁর জীবন। 
 
 এদিকে, বাংলাদেশের বিনোদন মহলে কান পাতলেই শোনা যাচ্ছে তিনি নাকি নতুন সম্পর্ক জুড়েছেন গায়ক শেখ সাদীর সঙ্গে। যদিও এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে চান পরীমণি। বেশিরভাগ সময়ই পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলতে থাকে। 

জানা যাচ্ছে, শীঘ্রই  ‘গোলাপ’ ছবির শুটিং শুরু করবেন পরীমণি। পরিচালকের সঙ্গে কয়েকবার চিত্রনাট্য নিয়ে আলোচনাও হয়েছে। ‘গোলাপ’ ছবিতে তিনি অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা নীরবের বিপরীতে। জুটি হিসাবে এটাই তাঁদের প্রথম কাজ। পরিচালক সামছুল হুদা। তিনি জানান, ছবিটি একটি রাজনৈতিক থ্রিলার হতে চলেছে।

ইতিমধ্যেই কলকাতায় কাজ করেছেন পরীমণি। সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকারের সঙ্গে ‘ফেলুবক্সী’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সেই ছবি মুক্তির সময় কলকাতা আসার ভিসা পাননি তিনি। মন খারাপ করে লিখেছিলেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫-এ আমার প্রথম সিনেমা 'ফেলুবক্সী' মুক্তি পাবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভিষণ রকম। ভিসাটা হল না! খুব মিস করছি আমার ছবির টিমের সবাইকে। কান্না পাচ্ছে কিন্তু আমার।’
 
তিনি আরও লেখেন, ‘ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাইহোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু 'ফেলুবক্সী'র 'লাবণ্য'কে সবাই দেখতে পাবেন আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম।’