নিজস্ব সংবাদদাতা: ফের বন্ধ হয়ে যাচ্ছে বাংলা ধারাবাহিক। এক নয়, এক জোড়া! এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই শেষ দিনের শুটিং হয়ে গেল জনপ্রিয় ধারাবাহিক ‘বসু পরিবার’-এর। একপ্রকার হঠাৎ করেই বন্ধ হল সান বাংলার ‘বসু পরিবার’।  ইতিমধ্যেই হয়ে গেল সেই ধারাবাহিকের শেষ দিনের শুটিং। তবে শুধু ‘বসু পরিবার’ ধারাবাহিক নয়, পাশাপাশি বন্ধের পথে আরও এক ধারাবাহিক। 

 

২০২৪-এর মে মাসে শুরু হয় সান বাংলায় ‘বসু পরিবার’। তবে অক্টোবর মাসেই বদলে যায় নায়িকা। শ্রীমা ভট্টাচার্যের পরিবর্তে নীলা চরিত্রের কাজ শুরু করেন অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল।  জানা গিয়েছিল, শারীরিক অসুস্থতার কারণেই ধারাবাহিক থেকে সরে আসেন শ্রীমা। পারিবারিক গল্পকে কেন্দ্র করে এগিয়ে যায় ধারাবাহিক, তবে এই কয়েক মাসে দর্শকমনে তেমন ভাবে জায়গা করতে নিতে পারেনি অঞ্জন বাবুর পরিবার। অবশ্য প্রথমদিকে একের পর নতুন মোড়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিল দীপ্তেশ আর নীলা।  তবে এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই ধারাবাহিক বন্ধ হওয়ায় মন খারাপ শিল্পী ও কলাকুশলীদের। 

 

এইভাবে কয়েক মাসের মধ্যেই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় যেন অভ্যস্ত হয়ে পড়ছেন প্রত্যেকে। প্রথম থেকে এই ধারাবাহিকে কাজ না করলেও ‘বসু পরিবার’-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন সম্পূর্ণা। তাই শেষ দিনে স্বভাবতই মন খারাপ অভিনেত্রীর। তবে শুধু ‘বসু পরিবার’ই  নয়, শেষের মুখে আরও এক জনপ্রিয় ধারাবাহিক। সম্ভবত, এই সপ্তাহে শেষ দিনের শুটিং হতে চলেছে জি বাংলার ‘মালাবদল’ ধারাবাহিকের। ২০২৪ এর জুলাই মাসে শুরু হয় এই ধারাবাহিক, তবে প্রথম থেকে কখনই টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করে নিতে পারেনি ‘মালাবদল’। তাই মাত্র ৭ মাসের মধ্যে বন্ধ হচ্ছে ধারাবাহিকও। একাধিক ধারাবাহিক এইভাবে বন্ধ হয়ে যাওয়ায় ক্রমশই অনিশ্চয়তা ও দুশ্চিন্তা বাজছে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে।