নিজস্ব সংবাদদাতা: টিআরপিতে বরাবরই ভাল ফল করে স্টার জলসার 'শুভ বিবাহ'। শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। জীবনে ভালবাসাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার গল্প বলছে এই মেগা। সুধা ও তেজের সম্পর্কের রসায়ন যেন রোজ আরও মধুর হয়ে উঠছে।
একে অন্যের পাশে থাকার কথাই কেবল দেয়নি তারা, সেই কথা অক্ষরে অক্ষরে পালনও করছে। একের পর এক বাধা এলেও হাতে হাত ধরে সমস্ত বিপদ মোকাবিলা করছে তেজ-সুধা। বসু মল্লিক পরিবারে যতই বিপদের ঝড় আসুক, তারা জোট বেঁধে পরিবারকে রক্ষা করে।
সুধা-তেজের ভালবাসার গল্প দর্শকের পছন্দ হলেও বেশিদিন আর টিকবে না জুটির প্রেম! এমনটাই গুঞ্জন টলিপাড়ায়। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ইতি টানতে চলেছে এই ধারাবাহিক। আর কিছুদিনের মধ্যেই নাকি হয়ে যাবে শেষ দিনের শুটিংও।
জানা যাচ্ছে, স্টার জলসার নতুন ধারাবাহিক 'বুলেট সরোজিনী'র জন্যই নাকি শেষ হবে 'শুভ বিবাহ'। প্রসঙ্গত, 'বুলেট সরোজিনী'র গল্পে ত্রিকোণ প্রেমের সমীকরণ ফুটে উঠবে। থাকবে প্রতিহিংসার গল্পও। এই মেগায় তিন মুখ্য চরিত্রে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায়, দিয়া বসু ও অভিষেক বীর শর্মাকে।
