নিজস্ব সংবাদদাতা: নতুন বছরের শুরুতেই এল সুখবর। নতুন সদস্য আসতে চলেছে টলিপাড়ার অন্যতম জুটি অনিন্দিতা ও সুদীপের সংসারে। আগামী মার্চ মাসে সন্তানের জন্ম দিতে চলেছেন অনিন্দিতা। সমাজমাধ্যমে সেই সুখবর ভাগ করে নিলেন তিনি।
সেই পোস্টে দেখা যাচ্ছে,দুই পোষ্যর মাঝে রয়েছে একটি দোলনা। সেই দোলনার মধ্যে থেকে উঁচিয়ে রয়েছে নবজাতকের একটি হাত। এবং ওই শিশুটি বলছে, "দেখা হচ্ছে বন্ধুরা। "এমনই একটি মিষ্টি ছবি শেয়ার করে এই সুখবর সকলকে জানালেন অনিন্দিতা এবং সুদীপ। এই পোস্ট প্রকাশ্যে আসামাত্রই অনিন্দিতা এবং সুদীপকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া।
এই মুহূর্তে স্টার জলসার 'তেঁতুলপাতা' ধারাবাহিকে 'অঞ্জলী'র চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। তবে এই পোস্ট প্রকাশের আগের মুহূর্ত পর্যন্ত কাউকে বিন্দুমাত্র বুঝতে দেননি যে তিনি অন্তঃসত্ত্বা। এই শারীরিক অবস্থার মধ্যেই চুটিয়ে শুটিং করছেন হবু মা। অন্যদিকে, সুদীপকে দর্শকেরা এখন দেখতে পাচ্ছেন জি বাংলার 'ফুলকি' ধারাবাহিকে। তবে চ্যানেল আলাদা হলেও দক্ষিণ কলকাতার একই স্টুডিওতেই শুটিং হচ্ছে এই দুই ধারাবাহিকের। তাই শুটিংয়ের মাঝেও একসঙ্গে খানিকটা হলেও সময় কাটাতে পারেন সুদীপ- অনিন্দিতা। জানিয়ে রাখা ভাল, ২০২২ সালে খুব কাছের মানুষদের নিয়ে বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকার। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পরেই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একসঙ্গে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অনিন্দিতা ও সুদীপ দু'জনেই।
তাঁদের পরিবারে অন্যতম সদস্য তাদের পোষ্যরা, যারা তাঁদের সন্তানের সমতুল্য। তাই ছবিতে দুই 'সন্তান'কেই তাঁদের আগতের ছবির পাশাপাশি রেখেছেন অনিন্দিতা এবং সুদীপ। জানা গিয়েছে, আপাতত যেমন ধারাবাহিকের শুটিং করছেন তেমনভাবে চালিয়ে যাবেন অনিন্দিতা। এখন শুটিং বন্ধ করার কোনও প্রশ্নই নেই। আপাতত ২০২৫-এ তাঁদের পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষা করছেন অনিন্দিতা এবং সুদীপ দুজনেই।
