নিজস্ব সংবাদদাতা: বিয়ের চার মাসের মধ্যেই মা বাবা হলেন নব দম্পতি রূপসা ও সায়নদীপ। ২৬ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রূপসা, ইতিমধ্যেই বাড়িতেও চলে এসেছেন মা ও ছেলে। দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন।

 

অন্তঃসত্ত্বা অবস্থাতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। সামাজিক মতে গত বছর বিয়ে করলেও ২০২৩ সালে রেজিস্ট্রি করে সংসার শুরু করেন তাঁরা।  পুজোর আবহেই ছাদনাতলায় বসেছিলেন রূপসা-সায়নদীপ। তার এক বছর আগে আইনি মতে বিয়ে সেরেছিলেন তাঁরা। ঠাকুরপুকুরের একটি ভাড়া বাড়িতে বসছে রূপসা-সায়নদীপের বিয়ের আসর। ২০২২-এর গোড়ায় সায়নদীপের সঙ্গে প্রথম আলাপ রূপসার। পেশায় কর্পোরেট কর্মী সায়নদীপ। সম্পর্কের প্রথম থেকেই তাঁরা বিয়ের কথা ভেবে এগিয়েছিলেন। তাই সিদ্ধান্ত নিতে দেরি করেননি। ২০২৩-এ আইনি বিয়ে সেরে ফেলেন। ‘তানসেনের তানপুরা’ ও ‘রুদ্রবীণার অভিশাপ’ ওয়েব সিরিজে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন রূপসা।

 

 


বিয়ের মাস ঘুরতেই না ঘুরতেই সন্তান আসার সুখবর দিয়েছিলেন দু'জনে। অবশেষে ২৬ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। সামাজিক মাধ্যমে পুত্র সন্তানের আঙুলের ছবি পোস্ট করে প্রজাতন্ত্র দিবস এবং নিজের জন্মদিনের শুভেচ্ছা জানায় 'জুনিয়র'। জন্মের আগে থেকেই হবু সন্তানকে এই নামেই ডাকেন টলিউডের এই মিষ্টি দম্পতি। একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই দু’জনেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করে গুছিয়ে সংসার করবে। ঠিক তেমনটাই করছেন, এখন আবার সঙ্গে তাদের নতুন সদস্যও হাজির, যাকে নিয়ে ব্যস্ত রয়েছে দুই পরিবার।  বিয়ের সময় যদিও রূপসা ঘুণাক্ষরেও টের পেতে দেননি, প্রায় চার-পাঁচ মাসের অন্তঃসত্তা তিনি। সব নিয়ম মেনে জাঁকজমকভাবে বিয়ে করেন রূপসা ও সায়নদীপ। তবে মাত্র কয়েকদিন আগেও 'বিনোদিনী' ছবির প্রচারে হাজির ছিলেন স্বয়ং রূপসা, সেই সময়ই জানিয়েছিলেন খুব শীঘ্রই সুখবর দেবেন তাঁরা।  এমনকি, ‘জুনিয়র’কে নিয়ে বড় পর্দায় 'বিনোদিনী' দেখবেন, সেকথাও জানিয়েছিলেন।