নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। প্রথম সন্তান আসতে চলেছে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকারের ঘরে। তবে এই বিশেষ দিন আসার আগে মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দিলেন এই তারকা জুটি। 

 


কখনও নিজের স্ফীতোদর জড়িয়ে আনন্দে আত্মহারা হবু মা রুপসা, আবার কখনও স্ত্রী রূপসার স্ফীতোদরে চুমু এঁকে দিচ্ছেন সায়নদীপ। তবে রূপসা-সায়নদীপের সংসারে যে নতুন সদস্য আসতে আর খুব বেশি দেরি নেই তা বেশ বোঝা যাচ্ছে।  

কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়েও 'বিনোদিনী'র সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন রূপসা। কারণ এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে তিনি। এই শরীর একটু খারাপ থাকলেও মা-বাবা এবং স্বামী সায়নদীপকে নিয়ে নন্দনে আসেন রূপসা। 

মাতৃত্বকালীন প্রত্যেকটা মুহূর্ত দারুণ উপভোগ করছেন অভিনেত্রী। রূপসা জানালেন খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন সকলে। সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চে ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান। এই সময়টা সায়নদীপ যথেষ্ট দেখভাল করছেন রূপসার। রূপসার কথায়, "আমি জানি ও বেস্ট বাবা হতে চলেছে।" 

 

এই মুহূর্তে সন্তানকে কতটা অনুভব করছেন রূপসা ও সায়নদীপ? সায়নদীপের কথায়, "এটা খুব মজার ব্যাপার যে রূপসা প্রায়ই অনুভব করে।  কিন্তু আমি কাছে এলেই চুপ হয়ে যায়। বোধহয় আমায় খুব ভয় পায়।" সব মিলিয়ে এই সময়টা দারুণ কাটাচ্ছেন রূপসা-সায়নদীপ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছুদিনের মধ্যেই তিনজনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সদ্য বিবাহিত এই তারকা জুটি।