আলিয়া ভাটকে খোঁচা পায়েল রোহাতগির। গোপনীয়তা লঙ্ঘন কী এবং কাকে বলে, তা নিয়ে বলিউডের প্রথম সারির নায়িকাকে পাঠ পড়াতে চাইলেন একদা ‘বিগ বস’ প্রতিযোগী।

মঙ্গলবার আলিয়া সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি শেয়ার করেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের প্রসঙ্গে। ভদ্র কিন্তু দৃঢ় ভাষায় লেখা এই নোটটির পিছনে কারণ ছিল একটি ভিডিও, যেখানে আলিয়া ও রণবীর কাপুরের ২৫০ কোটি টাকার আবাস—পালি হিলের ছ’তলা বাংলো—দেখানো হয়েছে, যা দ্রুতই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আলিয়া উল্লেখ করেন, এই ভিডিওটি তাঁর বা তাঁর পরিবারের সম্মতি ছাড়াই ছড়িয়ে দেওয়া হয়েছে, যা একটি গুরুতর নিরাপত্তাজনিত সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তিনি একে সরাসরি গোপনীয়তা লঙ্ঘন বলে অভিহিত করে, গণমাধ্যমকে অনুরোধ করেন যেন এই ধরনের ভিডিও এবং ছবি মুছে ফেলা হয়। একই সঙ্গে তিনি ভক্তদেরও আবেদন করেন এগুলো যেন আর কেউ শেয়ার বা ফরোয়ার্ড না করেন।

এই ঘটনার পর নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র হয়—কেউ আলিয়ার সমর্থনে এগিয়ে আসেন, আবার কেউ তাঁকে ট্রোল করেন। তবে অভিনেত্রী এবং বিগ বস প্রতিযোগী পায়েল রোহাতগীর প্রতিক্রিয়া নেটদুনিয়াকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Alia Bhatt ???? (@aliaabhatt)