রণবীর কাপুরের সবটুকু মনোযোগ তাঁর আগামী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এর দিকে। যা এক কথায়, দর্শকমহলে বহুল প্রতীক্ষিত। আলিয়া ভাট ও ভিকি কৌশলকে সহ-অভিনেতা হিসেবে নিয়ে এই ছবির ঘোষণা হওয়ার দিন থেকেই দর্শকদের উৎসাহ তুঙ্গে। কবে মুক্তি পাবে ছবিটি, এই প্রশ্নই এখন সবচেয়ে বড় কৌতূহল জনতামহলে। এর মাঝেই হঠাৎ নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন রণবীর।
মঙ্গলবার দুপুরে মুম্বইয়ে পরিচালক সঞ্জয় লীলা বনশালির অফিসে পৌঁছন রণবীর কাপুর। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন একাধিক পাপারাজ্জি। কিন্তু রণবীরের গাড়ি ঢোকার সময় আচমকাই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। নিরাপত্তারক্ষীরা আলোকচিত্রীদের পিছিয়ে যেতে বলেন, কারণ অফিসের গেট বন্ধ করা হবে এই কারণ দেখিয়ে। এই আচরণেই আচমকা বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন পাপারাজ্জিরা।
সেই মুহূর্তের ভাইরাল হওয়া এক ভিডিওতে স্পষ্ট শোনা যায়, এক ছবিশিকারি রেগে গিয়ে বলছেন,“আরে ভাই, ডেকে এনে আবার এসব কী করছেন! আমাদের আসতে বলা হয়েছে এখানে- এই মেসেজ তো আমাদের সবার কাছেই আছে, তবু কেন সরতে বলছেন?”
পাপারাজ্জিদের দাবি, রণবীরের পৌঁছনোর খবর আগেই জানানো হয়েছিল তাঁদের, তার প্রমাণ হিসেবে তাঁদের কাছে মেসেজও রয়েছে।
এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং তার জেরে শুরু হয়েছে নতুন বিতর্ক, তারকাদের গোপনীয়তা বনাম মিডিয়ার স্বাধীনতা। পাশাপাশি এই প্রশ্নও উঠেছে, তারকাদের ম্যানেজার কিংবা প্রচারের দায়িত্ব থাকা লোকজন ছবিশিকারিদের ডাকবেন খবর করার জন্য আবার ডেকে অপমানও করবেন?
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মুম্বইয়ে একটি মিট-অ্যান্ড-গ্রীট অনুষ্ঠানে ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে মুখ খুলেছিলেন রণবীর নিজেই। তিনি বলেছিলেন,“এই ছবি প্রতিটা অভিনেতার স্বপ্ন। আলিয়া ও ভিকির মতো অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করা, আর পরিচালনায় সঞ্জয় লীলা বনশালি...একটা বিরাট অভিজ্ঞতা। ১৭ বছর আগে তাঁর সঙ্গে কাজ করেছিলাম। এত পরিশ্রমী মানুষ আমি জীবনে দেখিনি। চরিত্র, আবেগ, সঙ্গীত, ভারতীয় সংস্কৃতি, সবকিছু তিনি গভীরভাবে বোঝেন। ওঁর সেটে থাকা মানেই ক্লান্তিকর, লম্বা সময়ের কাজ। কখনও ভয়েরও লাগে। কিন্তু শেষ পর্যন্ত একজন শিল্পী হিসেবে যে তৃপ্তি পাওয়া যায়, তা ভাষায় বোঝানো যায় না।”
এদিকে ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ‘লভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তির দিন হিসেবে ৫ জুন, ২০২৬-কে চূড়ান্ত করতে চাইছেন নির্মাতারা। আইপিএল ফাইনালের ঠিক এক সপ্তাহ পর এবং গ্রীষ্মের ছুটির মরশুম। এই সময়ে বড় পর্দায় আসা মানে বাড়তি সুবিধা। বক্স অফিসে তৎক্ষণাৎ বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় ছবির ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়েও আশাবাদী প্রযোজনা সংস্থা।
সব মিলিয়ে, মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে ‘লভ অ্যান্ড ওয়ার’ আর রণবীরের এক বিকেলের অফিস সফর এখন নতুন শিরোনাম।
