আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
সানি-বরুণের সাক্ষাৎ
মুম্বইয়ে ‘বর্ডার ২’এর বিশেষ স্ক্রিনিংয়ে একে অপরকে স্বাগত জানালেন বরুণ ধাওয়ান ও সানি দেওল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা যায়, অনুষ্ঠানে সকলের আগে পৌঁছন বরুণ।
প্রথমে যদিও বরুণকে ঠিক চোখে পড়েনি সানির। তবে বরুণকে দেখতে পেয়েই একগাল হাসি তাঁর মুখে। এরপর দু’জনে জড়িয়ে ধরেন একে অপরকে। সেই মুহূর্তেই বরুণ অগ্রজ সানির পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পরম স্নেহে বরুণকে আলিঙ্গন করেন তিনি। এরপর দু’জনের মধ্যে হয় সংক্ষিপ্ত কথোপকথন।
পরে পাপারাজ্জিদের জন্য একসঙ্গে পোজ দিতেও দেখা যায় তাঁদের। অনুষ্ঠানে সানি পরেছিলেন নীল রঙের শার্ট ও প্যান্ট। অন্য দিকে বরুণ পরেছিলেন সাদা টি-শার্ট, বাদামি জ্যাকেট ও ডেনিম। দু’জনের মাথাতেই ছিল ক্যাপ।
হার মানতে নারাজ বিশাল
সমালোচকদের প্রশংসা ও জোরাল প্রচার সত্ত্বেও শেষ পর্যন্ত অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নিতে পারেনি ‘হোমবাউন্ড’। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে ছবিটি ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে শর্টলিস্ট হলেও শেষ ধাপে পৌঁছতে ব্যর্থ হয়।
মনোনয়ন ঘোষণার পর অভিনেতা বিশাল জেঠওয়া ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানান। তিনি লেখেন, ‘হ্যাঁ, আমরা অস্কারের মনোনয়নে পৌঁছতে পারিনি, আর সেটা আমাদের আশা ভেঙে দিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, ব্যর্থতা তখন আসে না যখন আপনি হেরে যান, বরং তখনই আসে যখন আপনি চেষ্টা করাই বন্ধ করে দেন। আর হোমবাউন্ড-এর গোটা টিম প্রথম দিন থেকেই শুধু একটাই কাজ করেছে। চেষ্টা করা।’
আরও বিপাকে পলাশ
অভিনেতা-প্রযোজক বিদনয়ন মানে এমন কিছু গুরুতর অভিযোগ এনেছেন, যা অনেকের আশঙ্কাকেই সত্যি প্রমাণ করছে বলে মনে করা হচ্ছে। তাঁর দাবি, সুরকার পলাশ মুচ্ছল নাকি স্মৃতি মন্দানার সঙ্গে প্রতারণা করেছেন। শুধু তাই নয়, একটি ছবিতে বিনিয়োগের নাম করে পলাশ তাঁর সঙ্গে প্রায় ৪০ লক্ষ টাকার প্রতারণা করেছেন বলেও অভিযোগ। এই ঘটনায় মহারাষ্ট্রের সাংলিতে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বিদনয়ন বলেন, “২৩ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের সময়ই ওকে হাতেনাতে ধরা হয়। অন্য এক মহিলার সঙ্গে বিছানায়। ভয়ানক পরিস্থিতি ছিল। ভারতীয় মহিলা ক্রিকেটাররাই ওকে মারধর করেন। গোটা পরিবারটাই ঠগবাজ।”
রুহানিকার বিভীষিকা
মুম্বইয়ের টেলিভিশন অভিনেত্রী রুহানিকা ধাওয়ান সম্প্রতি নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে রুহানিকা জানান, একটি ক্যাবযাত্রার অভিজ্ঞতা তাঁকে আতঙ্কিত করে তোলে এবং নিরাপত্তা ও দায়িত্ববোধ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়।
তিনি জানান, কলেজ থেকে ফেরার পথে ক্যাবচালক ইচ্ছাকৃতভাবে ভুল রাস্তা নেন, অনুরোধ সত্ত্বেও কথা শোনেননি এবং কটু ভাষা ব্যবহার করেন। নিজেকে অনিরাপদ মনে করে রুহানিকা শেষ পর্যন্ত ক্যাব থেকে নেমে মেট্রোয় যাত্রা সম্পন্ন করেন। এই ঘটনাটি নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও আলোচনা তৈরি করেছে।
