তাহাদের কথা কেউ বলে না। কারণ তাঁরা তারকা নন। তাঁদের গায়ে প্রচারের আলো নেই। তাঁদের প্রেম-অপ্রেম নিয়ে কারও তাই মাথাব্যথাও নেই। ধরুন, এক অখ্যাত লেখক। যে নিজের বই নিজেই ছাপিয়ে দেনার দায়ে রেললাইনে। কিংবা রফিকুল-প্রিয়াঙ্কার অসম প্রেম। সমাজ তাদের স্বীকৃতি দেয়নি। কিন্তু তারা তাদের প্রেম বাঁচাতে বদ্ধ পরিকর। এদের নিয়ে তথ্যচিত্র বানানে আগ্রহী এক যুবক। যার হাত ধরে ভিড় করে অনেক অজানা চরিত্র।



এভাবেই ছবিতে উঠে এসেছে এক অনামী নায়িকা। তার স্বপ্ন। তার আকাঙ্খা। বিনোদন দুনিয়ায় তার বিচরণ। এদের সবার কথা সুব্রত ঘোষ তুলে ধরছেন তাঁর ছবি ‘তাহাদের কথা’য়। ঋষভ বসু, তৃষা দাস, রাজনন্দিনী পাল, অনিন্দ্য সেনগুপ্ত, বিশ্বনাথ বসু ছবির কেন্দ্রীয় চরিত্রে। বোধিসত্ত্ব মজুমদার, সোমক ভট্টাচার্যের গল্প। এপিক টেল এন্টারটেনমেন্টের প্রযোজনায় ক্যামেরার দায়িত্বে আলোক মাইতি। সম্পাদনায় মলয় লাহা।