শনিবার রাতে মুম্বইয়ের রাজপথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি। জানা গিয়েছে, সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাওয়ার পথে এক মত্ত গাড়ি চালক নোরার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় অভিনেত্রী মাথায় চোট পেয়েছেন বলে খবর।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার মিউজিক কনসার্টে পারফর্ম করার কথা ছিল নোরার। সেই উদ্দেশ্যেই তিনি যাচ্ছিলেন। মাঝপথে একটি নিয়ন্ত্রণহীন গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা দিলে বিপত্তি ঘটে। দুর্ঘটনার পরপরই নোরার টিম তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, ধাক্কার প্রভাবে নোরার মাথায় হালকা চোট লেগেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসকরা তৎক্ষণাৎ সিটি স্ক্যান করেন, তবে রিপোর্ট অনুযায়ী বড় কোনও অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি নেই।
হাসপাতাল থেকে নোরাকে এখন বিশ্রামের পরামর্শ দেওয়া হলেও, পেশাদারিত্বের নজির গড়েছেন এই তারকা। জানা গিয়েছে, শারীরিক অস্বস্তি সত্ত্বেও তিনি সানবার্ন ২০২৫-এর মঞ্চে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনুরাগীদের কথা ভেবে এবং নিজের কাজের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এই মিউজিক ফেস্টিভ্যালে ডেভিড গেটা এবং মার্কিন গায়িকা সিয়ারা-র সঙ্গে একটি আন্তর্জাতিক কোলাবরেশনে নোরার নতুন গানের প্রিভিউ প্রকাশ করার কথা রয়েছে। এই দুর্ঘটনা ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করলেও নোরার সুস্থতার খবরে সাময়িক স্বস্তি ফিরেছে। আপাতত মুম্বই পুলিশ ঘাতক গাড়ির চালককে আটক করেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মাদক চক্র এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়েছে শ্রদ্ধা কাপুর ও নোরা ফতেহির। নোরা ফতেহি এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা বলে তিনি দাবি করেছেন। নোরা ফতেহি জানিয়েছেন, এই অভিযোগগুলি তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনকে ধ্বংস করার একটি অপচেষ্টা ছিল।
এই বিতর্কের সূত্রপাত হয় যখন মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল আন্তর্জাতিক মাদক পাচারকারী সলিম ডোলার ছেলে তাহের ডোলার মাদক চক্রের তদন্ত শুরু করে। সলিম ডোলা দাউদ ইব্রাহিমের সহযোগী হিসেবে পরিচিত। তদন্ত চলাকালীন, তাহের ডোলার হেফাজতের কপিতে নোরা ফতেহি, শ্রদ্ধা কাপুর ও তাঁর ভাই সিদ্ধান্ত কাপুর, আলিশা পার্কার-সহ আরও কয়েকজন বলিউড তারকার নাম উঠে আসে। অভিযোগে বলা হয় যে তাহের ডোলা দেশে-বিদেশে এই তারকারা-সহ অন্যান্যদের জন্য মাদক পার্টির আয়োজন করতেন এবং সেখানে মাদকের সরবরাহও করতেন।
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নোরা ফতেহিকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তাঁকে নানাভাবে কাঠগড়ায় তোলা হয় এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। এই পরিস্থিতিতে অভিনেত্রী স্পষ্টভাবে জানান যে তিনি এই ধরনের কোনও পার্টিতে উপস্থিত ছিলেন না এবং মাদক চক্রের সঙ্গে তাঁর কোনও ধরনের সম্পর্ক নেই।
