সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে যখন দীপিকা পাড়ুকোন নতুন মায়ের দায়িত্বে ব্যস্ত, তখন তাঁকে ঘিরেই শুরু হল এক বিস্ফোরক বিতর্ক। সদ্য প্রকাশ্যে এসেছে, ‘স্পিরিট’ ছবির অফার ফিরিয়ে দেওয়ার পিছনে নাকি ছিল ৮ ঘণ্টার কাজের সময় চাওয়া, মাতৃত্বের কারণে। দীপিকার এই পছন্দকে ঘিরে বলিউডের অন্দরে বহুজন তাঁর পাশে দাঁড়ালেও, হঠাৎই বিতর্কে জড়ালেন 'হাউসফুল ৫'-এর পরিচালক টারুন মানসুখানি।

একটি সাক্ষাৎকারে দীপিকার অবস্থানকে সমর্থন করতে গিয়ে তিনি বলেন, “আমিও চাই সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে, আমার কুকুরের সঙ্গে সময় কাটানোর জন্য।"

 

এই এক মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে উঠেছে গোটা নেটদুনিয়া। শুরু হয়েছে জোরদার সমালোচনা—একজন সদ্যোজাত শিশুর সঙ্গে কুকুরকে এক আসনে বসিয়ে কী বার্তা দিতে চাইলেন এই পরিচালক? আরেকজন লিখেছেন, “শিশু আর কুকুর এক জিনিস?”, “পুরুষেরা এখনও বুঝতেই পারে না মায়েদের জার্নিটা কতটা কঠিন!” নজর কেড়েছে অন্য এক নেট ব্যবহারকারীর মন্তব্যও – “এটা কি সমর্থন না কি ঠাট্টা? দীপিকাকে কটাক্ষ করলেন?”, “মন্তব্যটাই শিশু সুলভ!” একজন নেটপাড়ার বাসিন্দা তো লিখেই ফেললেন, “উনি বুঝতেই পারছেন না, সন্তানের যত্ন নেওয়া আর পোষ্যকে দেখাশোনা করার মধ্যে কতটা আকাশ–পাতাল ফারাক!”

 


প্রসঙ্গত, 'স্পিরিট' ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে একাধিক কারণ ছিল বলে দাবি এক পোর্টালের। টাকার অঙ্ক, তেলুগু সংলাপ আর কিছু 'গরমা গরম ' দৃশ্য নিয়েও দ্বিমত ছিল দীপিকার। তবে যেটা সবচেয়ে আলোচিত তা হল—দীপিকার স্পষ্ট শর্ত, তিনি দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করবেন। কারণ? মেয়ে দুয়ার যত্নে কোনও ফাঁক রাখতে চান না তিনি। প্রথমে তাঁকে ‘অপেশাদার’ তকমা দিলেও পরে বলিউডের অন্দর থেকেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন অজয় দেবগণ ও মণি রত্নম-এর মতো বিশিষ্টরা।


তবে বিতর্ক, সমালোচনার ভিড় সরিয়ে দীপিকা কিন্তু এগিয়ে চলেছেন নিজের ছন্দে। সদ্য ঘোষণা হয়েছে, তিনি শীঘ্রই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন-এর সঙ্গে অ্যাটলির পরবর্তী অ্যাকশন ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন। টিজারেই ধরা পড়েছে দীপিকার ঝাঁপ দেওয়া স্টান্ট দৃশ্য, যা আবার প্রমাণ করছে—মা হলেও তিনি একাধারে একজন 'অ্যাকশন-কুইন'।