বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহিদ কাপুর ও ঈশান খট্টর দুই ভাই, কিন্তু দু’জনের মনের কারুকাজ যেন সম্পূর্ণ আলাদা। তাঁদের মা নীলিমা আজিম সম্প্রতি এক খোলামেলা আড্ডায় তুলে ধরলেন তাঁর দুই ছেলের ব্যক্তিত্ব, আবেগ ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির অজানা দিক।
নীলিমার কথায়, শাহিদের ব্যক্তিত্বের একটাই বড় চমক, তা হল কঠিন চেহারার আড়ালে লুকিয়ে থাকা নরম মন। তিনি বলেন,“শাহিদ খুবই নরম মনের এবং স্পর্শকাতর। এখন সে পূর্ণাঙ্গ পুরুষ, তাই বাইরে থেকে হয়তো তাঁকে একটু ‘টাফ’ মনে হয়। কিন্তু আমার কাছে সে সবসময় সেই আবেগপ্রবণ ছেলে।” শুধু তাই নয়, নিজের পথ নিজে তৈরি করে নেওয়া শাহিদ আজ তাঁর কাছে ‘কঠিন মানুষ যার মনটা নরম’, জানান নীলিমা। এদিকে ছোট ছেলে ঈশানকে তিনি দেখেন একেবারেই অন্য আলোতে। নীলিমার ভাষায়, “ঈশান খুব খুব ঘুরতে ভালবাসে, বড্ড অ্যাডভেঞ্চারাস আর খুব কৌতূহল সব বিষয়ে। সেও খুব নরম, খুব স্নেহশীল ছেলে, তবে অনেক দিক থেকেই শক্ত।”
ঈশানের স্বাধীন মানসিকতার কথাও স্পষ্ট করে দেন তিনি। “ইশান খুব স্বাধীনচেতা মনোভাবের মানুষ। একা একাই ঘুরতে বেরিয়ে যায়, একা কাজ করে, নিজের যাত্রাটা সে নিজের মতো করেই উপভোগ করে। সে যেন এক স্বাধীন-উড়ান মনের মানুষ,” বলেন নীলিমা।
অন্যদিকে শাহিদকে তিনি দেখে একজন পরিবার-কেন্দ্রিক মানুষ হিসেবে। “শাহিদ তার পরিবারকে নিয়ে থাকতে ভালবাসে। চারপাশে নিজের মানুষদের পাওয়া ওর কাছে খুব গুরুত্বপূর্ণ,” মত অভিনেতার মায়ের।
শুধু বর্তমান নয়, শাহিদের বলিউডে প্রথম দিনের স্মৃতিও উঠে আসে নীলিমার কথায়। তিনি জানান, ‘ইশক-ভিশক’-এর সময় প্রায় প্রতিদিন তিনি সেটে যেতেন। কাজের ফাঁকে ছুটে ছুটে ছেলে পাশে থাকতেন। সেটা শুধু মাতৃত্ব নয়, ছিল এক শিল্পী-বন্ধনের সম্পর্ক। তবে প্রথম ছবির পরই বদলে যায় ছবিটা, শাহিদ তখন হয়ে ওঠেন আত্মনির্ভর, পরিণত, দৃঢ় পেশাদার অভিনেতা।
নীলিমার চোখে তাই দুই ছেলে দু’ভাবে উজ্জ্বল। একজন পরিবার–প্রিয়, আবেগপ্রবণ, নরম হৃদয়ের শক্ত মানুষ। অন্যজন স্বাধীন আকাশে উড়তে ভালবাসে, কৌতূহলী, নিজের পথ নিজেই তৈরি করতে অভ্যস্ত এক তরুণ।
