নিজস্ব সংবাদদাতা: বলিউড এবং টলিউডে সমানতালে কাজ করে গিয়েছেন অভিনেত্রী নয়না গাঙ্গুলি। বিশেষ করে 'চরিত্রহীন' ওয়েব সিরিজের মাধ্যমে দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা পান অভিনেত্রী। এছাড়াও তেলুগু,কন্নড় এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন নয়না। হঠাৎ করেই প্রায় তিন বছর কেন বিনোদন জগৎ থেকে দূরে এই অভিনেত্রী? কেরিয়ারের ব্যস্ততম সময়ে কেন আড়ালে চলে গেলেন নয়না?
প্রায় তিন বছর পর কলকাতা শহরের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গেল নয়নাকে। আগের থেকে বদলে গেছেন অনেকটাই। ছিপছিপে চেহারার পরিবর্তে বেড়ে গিয়েছে ওজন। এতগুলো দিন ক্যামেরার সামনে দেখা যায়নি তাঁকে। যদিও কলকাতাতেই ছিলেন তিনি। অবশেষে আবার মুম্বই শহরে ফিরে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন নয়না।
হঠাৎ কেন অভিনয় জগত থেকে সরে গিয়েছিলেন তিনি? অভিনেত্রীর কথায়, "তিন বছর আমি সবকিছু থেকে দূরে ছিলাম। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা আমার একেবারেই পছন্দ নয়। তবে এটুকু বলতে পারি ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। নতুন কাজ সবে শুরু করেছি, আশা করি খুব তাড়াতাড়ি জানাতে পারব।"
এদিকে, টলিপাড়ার অন্দরের খবর প্রেম ঘটিত কারণে এই তিন বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন নয়না। যদিও সেই বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করেননি অভিনেত্রী। তবে জীবনের কিছুটা খারাপ সময় কাটিয়ে আবার নিজের কাজে ফিরতে চলেছেন নয়না। এতদিন নিজের ভালবাসার জায়গা অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও আর সেই ভুল হয়তো করবেন না অভিনেত্রী। ইতিমধ্যেই সেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন নয়না।
