২০২৫-এ কয়েকজন টলি তারকাদের ভাগ্যের শিকে ছিঁড়েছে। বহু বছর ছোটপর্দায় কাজ করার পর প্রথমবার বড়পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অনেকে। আবার প্রথম কাজ ছোটপর্দায় হলেও চলতি বছর বড়পর্দা থেকে ডাক এসেছে। সেই তালিকায় কারা আছেন? দেখে নিন এক নজরে।
2
8
দিব্যজ্যোতি দত্ত: বহু বছর ছোটপর্দায় কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। 'অনুরাগের ছোঁয়া'য় 'সূর্য'র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দিব্যজ্যোতি। চলতি বছর সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'তে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটাই দিব্যজ্যোতির প্রথম বড়পর্দায় কাজ।
3
8
আরাত্রিকা মাইতি: 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতেই 'লক্ষ্মীপ্রিয়া'র চরিত্রে দেখা যাবে আরাত্রিকাকে। ছোটপর্দায় নানা চরিত্রে কাজের পর এবার বড়পর্দায় পদার্পণ হল তাঁর। এই মুহূর্তে দর্শক আরাত্রিকাকে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'য়।
4
8
অভিকা মালাকার: টলিউডের ছোটপর্দায় শুধু নয়, হিন্দি ধারাবাহিকেও পছন্দের অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। চলতি বছর রাজ চক্রবর্তীর 'হোক কলরব'-এর সুযোগ আসে তাঁর কাছে। এটাই অভিকার প্রথম বড়পর্দায় কাজ।
5
8
অঙ্কিতা মল্লিক: 'জগদ্ধাত্রী' বললেই এক কথায় অঙ্কিতাকেই চেনেন দর্শক। প্রায় চার বছর চলার পর ইতি টেনেছে এই মেগা। তবে অঙ্কিতার জনপ্রিয়তা কমেনি। তাঁকে আগামীতে দেখা যেতে চলেছে প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে। বড়পর্দায় নায়িকার চরিত্রে অঙ্কিতাকে দেখার জন্য অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
6
8
দিব্যাণী মণ্ডল: জি বাংলার ধারাবাহিক 'ফুলকি'র মাধ্যমে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন দিব্যাণী। এবার তাঁর কাছে সুযোগ এসেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করার। পরিচালকের আগামী ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'তে দেখা যাবে তাঁকে।
7
8
জ্যোর্তিময়ী কুণ্ডু: ছোটপর্দায় প্রথম কাজ। তারপরেই সুযোগ এল দেবের নায়িকা হওয়ার। বড়দিনে আসছে দেবের 'প্রজাপতি ২'। সেখানেই দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।
8
8
বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়: এই মুহূর্তে দর্শক তাঁকে ছোটপর্দায় দেখছেন। সদ্য শুরু হয়েছে তাঁর ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'। তবে এর আগেই অভিনেতা বড়পর্দায় অভিষেক সেরে ফেলেছেন। তাঁকে দেখা গিয়েছিল 'হাঁটি হাঁটি পা পা' ছবিতে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর বিপরীতে।