আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের আগে ফের রক্তাক্ত দক্ষিণ আফ্রিকা। আবারও বন্দুকবাজদের ভয়ঙ্কর হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যুমিছিল দক্ষিণ আফ্রিকার শহরে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ আফ্রিকা। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। রবিবার পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বেকারসডালে শহরের মধ্যেই এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি‌ এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আরও ১০ জন আহত হয়েছেন। 

 

পুলিশ জানিয়েছে, বেকারসডালে বেআইনি এক পানশালার অদূরেই বন্দুকবাজেরা হামলা চালিয়েছে। পরপর কয়েকজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছে তারা। ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহত ও আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের নাম, পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। কী কারণে বন্দুকবাজেরা হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। 

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বন্দুকবাজের তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল দক্ষিণ আফ্রিকার রাজধানীতে। প্রেটোরিয়ার একটি হস্টেলে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে গিয়েছিল, মৃতদের মধ্যে তিন বছরের এক শিশু, ১২ বছরের এক বালক এবং ১৬ বছরের এক কিশোরীও ছিল।

 

সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, প্রেটোরিয়ার পুলিশের তরফে অ্যাথলেন্ডা মাথে জানিয়েছিলেন, এলোপাথাড়ি গুলিতে আহত হন ২৫ জন। সকলেই গুলিবিদ্ধ হয়েছিলেন। তার মধ্যে ১৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনাস্থলেই ১০ জন মারা গিয়েছিলেন। একজনের মৃত্যু হয়েছিল হাসপাতালে। 

 

যেখানে এলোপাথাড়ি গুলি চালানো হয়েছিল, সেটি আদতে একটি পানশালা ছিল। তবে সেটি বৈধ পানশালা নয়। বেআইনিভাবে চলত। নিহত ও আহতদের নাম ও পরিচয় স্থানীয় পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি তখন। পুলিশ জানিয়েছিল, তিনজন বন্দুকবাজ এই হামলা চালিয়েছে। 

 

পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র ২০২৪ সালেই দক্ষিণ আফ্রিকায় ২৬ হাজারের বেশি খুনের ঘটনা ঘটেছে। যেগুলি পুলিশের কাছে নথিবদ্ধ রয়েছে। ভারতের তুলনায় অনেক কম লোকসংখ্যা এই দেশে। বন্দুক ব্যবহার সংক্রান্ত আইন অত্যন্ত কড়া। তারপরেও বেআইনি আগ্নেয়াস্ত্রের দাপট জারি রয়েছে। 

 

২০২২ সালে জুলাই মাসে জোহানেসবার্গের কাছে সোয়েতো টাউনশিপের একটি পানশালায় দুষ্কৃতীরা হামলা চালায়। বেশ কিছুক্ষণ এলোপাথাড়ি গুলি চালিয়েছিল তারা। এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল।