ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ। দিন কয়েক পরেই বড়দিন। এখনও কনকনে ঠান্ডা বহু জেলায় না থাকলেও, কুয়াশার দাপট রয়েছে সর্বত্র। বড়দিনের আগেই বাংলার আবহাওয়ার ভোলবদল হবে।
2
7
আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। গতকাল শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
3
7
রবিবারেও জেলায় জেলায় কোথাও ঘন কুয়াশা, কোথাও আবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কমবে দৃশ্যমানতাও। যার জেরে আগেভাগেই সতর্ক করেছে হাওয়া অফিস।
4
7
আজ সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। বাকি সব জেলাতেও হালকা কুয়াশা থাকবে।
5
7
আগামিকাল সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কমবে দৃশ্যমানতাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
6
7
আগামী চারদিনে বাংলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। পরবর্তী তিনদিনে সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
7
7
অর্থাৎ বড়দিনের আশেপাশে বাংলা জুড়েই জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যাবে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে সব জেলায়। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি নিম্নমুখী সর্বোচ্চ তাপমাত্রাও।