নিজস্ব সংবাদদাতা: 'আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো, শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া।' গানের সঙ্গে ফুটে উঠল শিবপ্রসাদ ও কৌশানী মুখোপাধ্যায় বিয়ের দৃশ্য ৷ বিয়ের পর পর্দার 'বিক্রম ও 'ঝিমলি'র একান্ত যাপনের নানা মুহূর্ত উঠে এসেছে গানে গানে ৷
আরও একটা বিয়ের গান নিয়ে হাজির নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁদের আগামী ছবিতেও তুলে আনলেন গ্রাম বাংলার বিয়ের গান।শুক্রবার সামনে এল 'বহুরূপী' সিনেমার প্রথম গান 'শিমুল পলাশ' ৷
গানের পরিচালনায় বনি চক্রবর্তী। কণ্ঠ দিয়েছেন ননিচোরা দাস বাউল, শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী ৷ গানের কথা লিখেছেন ননিচোরা দাস বাউল নিজেই ৷ গান মুক্তির পরেই তা রীতিমত ভাইরাল নেট দুনিয়ায়। আর সেই গানেরই প্রশংসায় পঞ্চমুখ অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। টুইট করে এই গানের সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী ও 'বহুরূপ'’ টিমকে শুভেচ্ছা জানালেন রহমান।
গান মুক্তি পেতেই এত প্রশংসা, ভালবাসা কতটা স্মৃতি বিজড়িত করছে বনি চক্রবর্তীকে? আজকাল ডট ইন-কে তিনি বলেন, "দাবাড়ুর সময় থেকে আমার সঙ্গে বহুরূপীতে কাজের জন্য কথাবার্তা চলছিল। নিজেদের ঘরানা থেকে বেরিয়ে এসে বাংলা ছবির জগতে এইরকম একটা অ্যাকশন প্যাকড থ্রিলার ছবি তৈরি করার জন্য সাহসের প্রয়োজন। আর সেই অসম্ভব সাহস রয়েছে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে।"
তিনি বলেন, "গ্রাম বাংলার সাধারণ সংস্কৃতি আর বহুরূপীদের ধাঁচের মিশেলে গড়ে উঠেছে এই গান। আমায় শুধু বিষয়বস্তু বলে দেওয়া হয়েছিল। আমার জীবনের গল্প, ননিচোরা দাস বাউলের জীবনের গল্প দিয়ে সাজিয়েছি গানটিকে। বাংলার লোকগানের রেশ রয়েছে এতে। তাই দর্শক, শ্রোতার কাছে এত ভালবাসা পাচ্ছে।"
বনির কথায়, "২০০১-২০০৮ সাল পর্যন্ত এ আর রহমানের সঙ্গে কাজ করেছি। যখন গানটি মুক্তি পায় ওঁকে ইমেইল করেছিলাম। এত তাড়াতাড়ি উত্তর পাব, প্রশংসা পাব আশা করিনি। ভবিষ্যতে কাজের খিদেটা আরও বেড়ে গেল।"
