২০২৪-এর লোকসভা নির্বাচন কি ছাপ ফেলবে বিনোদন দুনিয়ায়? এমন চর্চার মধ্যেই গুঞ্জন, সম্ভবত এই কারণেই নাকি পিছোতে পারে কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ‘অযোগ্য’র মুক্তির তারিখ। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। ছবির তারিখ পিছিয়ে নাকি জুন মাসে হতে চলেছে। সঠিক খবর জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিবেশক বাবলু দামানির সঙ্গে। তিনি সুরিন্দর ফিল্মসের ছবির ডিস্ট্রিবিউটর। বাবলু বাইরে ছিলেন। সদ্য শহরে ফিরেছেন। আজকাল ডট ইনের থেকেই প্রথম জানার পরে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। যদিও তাঁর কাছেও এখনও কোন পাকা খবর নেই।

এখানেই শেষ নয়। সেই তারিখ নাকি পিছিয়ে হতে পারে ৭ জুন। এই তারিখে আরও একটি বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে। সেটি জিৎ-রুক্মিণী মৈত্র অভিনীত "ব্যুমেরাং"। দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে জিৎ সেকথা ঘোষণা করেছেন। তা হলে কি জুন মাসে প্রেক্ষাগৃহে ফের অলিখিত প্রতিদ্বন্দিতা? প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন। বাবলুর বক্তব্য, ‘‘এখনও মুক্তির তারিখ নির্দিষ্ট হয়নি। তবে টলিউডে একই দিনে বড় বাজেটের একাধিক ছবি মুক্তি পেয়েছে, এটা নতুন নয়। আর এখানে প্রতিদ্বন্দিতার কোনও প্রশ্নই নেই। কারণ, কৌশিক এবং জিতের অনুরাগী আলাদা। তাঁদের ছবির গল্পও ভিন্ন। জিৎ এই প্রথম অ্যাকশন ছবি থেকে সরে কমেডি ছবি করেছেন। তাই টক্কর, প্রতিদ্বন্দিতা— কোনও শব্দই এই ছবি দুটোর ক্ষেত্রে খাটে না।’’ তাঁর আরও দাবি, দর্শকের রুচি অনেক বদলে গিয়েছে। এখন ঘরে বসে তাঁরা দেদার বিনোদন পাচ্ছেন। ছোটপর্দায়, ওটিটিতে। ফলে, অনেক বুঝেশুনে তাঁরা প্রেক্ষাগৃহে পা রাখছেন ইদানীং। করোনার পরে এই পরিবর্তন আরও বেশি চোখে পড়ছে।

‘অযোগ্য’ শব্দের ‘অ’ অক্ষরটির উপরে আঙুলের ছাপ। যেন অক্ষরটি মুছে দেওয়ার প্রবল চেষ্টা। আগামী ছবিতে সম্পর্কে অযোগ্য থেকে যোগ্য হয়ে ওঠার গল্প বলবেন কৌশিক গঙ্গোপাধ্যায়? ‘অযোগ্য’র লোগো উন্মোচনের দিন আজকাল ডট ইনকে তেমনই আভাস দিয়েছিলেন পরিচালক। এই ছবি বাংলা বিনোদন দুনিয়ায় বিশেষ জায়গা জুড়ে থাকতে চলেছে। কারণ, ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্তর ৫০তম ছবি। পরিচালকের দাবি, ‘‘যতদূর জানি, উত্তমকুমার-সুচিত্রা সেনও একসঙ্গে ৫০টি ছবি করেননি। বুম্বাদা-ঋতু কিন্তু সেই কাজ করে দেখাল।’’

সেই সময় এই প্রসঙ্গে কী বলেছিলেন প্রসেনজিৎ? তাঁর কথায়, ‘‘প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবির জন্য চওড়া কাঁধের প্রয়োজন ছিল। সেটা একমাত্র কৌশিক গঙ্গোপাধ্যায়ের রয়েছে। পরিচালকের সঙ্গে এই নিয়ে সাতটি কাজ। সুরিন্দর ফিল্মসেরও একাধিক ছবিতে আমি। তালিকায় ‘কিশোরকুমার জুনিয়র’, ‘দৃষ্টিকোণ’, ‘জ্যেষ্ঠপুত্র’, ‘কাবেরী অন্তর্ধান’। দর্শকেরা না থাকলে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। এই ছবির ভাগ্যও তাই দর্শকরাই ঠিক করবে।’’