আজকাল ওয়েবডেস্ক: পোশাক নিয়ে ছকভাঙা ফ্যাশন এখন দস্তুর বলা যায়। নিত্যনতুন কোন পোশাকে মডেলদের সাজিয়ে তোলা হবে, তা নিয়ে চর্চার শেষ নিয়ে ফ্যাশন দুনিয়ায়। নতুন ফ্যাশন স্টেটমেন্ট কখনও হয় সমালোচিত। আবার কখনও হয় প্রশংসনীয়। আবার কখনও শুধুমাত্র পোশাকের কারণে শিরোনামে আসেন মডেল এবং ফ্যাশন ডিজাইনাররা।

 

সম্প্রতি নিজের পোশাকের সঙ্গে মাছের অ্যাকোয়ারিয়াম যুক্ত করে চর্চায় এসেছিলেন এক মডেল। এবার আর মাছের অ্যাকোয়ারিয়ামের নয়। এই মডেল কীর্তি দেখে রীতিমতো তাজ্জব নেট দুনিয়া। পোশাকে সুচ-সুতোর নকসায় বিভিন্ন মাছের ছবি ফুটিয়ে তোলা স্বাভাবিক ফ্যাশন। বিশেষ করে শাড়ির সুক্ষ কারুকার্যে মাছের কদর অতি প্রাচীন। ইদানীং গল্প কথার মৎস্যকন্যাদের মতো পোশাক পড়ে খবরে এসেছেন বহু মডেল। তবে এই মডেলের এহেন বিশেষ সজ্জা একেবারে নজিরবিহীন।

 

পোশাকে মৎস্য নিয়ে শিল্প নয়, মডেল গোটা পোশাকটাই পড়েছেন মাছ দিয়ে তৈরি। স্বাভাবিকভাবেই পোশাক নিয়ে শেষ নেই আলোচনারও। অবাক হবেন না। একের পর এক আসল মাছ গেঁথে তৈরি হয়েছে গোটা পোশাক। এখানেই শেষ নয়। মাছ দিয়ে তৈরি পোশাকের সঙ্গে মডেলের গলায় শোভা পাচ্ছে মানানসই মাছের নেকলেস। যা পোশাকের সঙ্গে নিখুঁতভাবে যুক্ত। এত গেল পোশাক। ড্রেসের সঙ্গে তাল মিলিয়ে মুখে ধাতব চেন ঝুলিয়ে একটি গোটা মাছকে হ্যান্ডব্যাগ বানিয়ে ফেলেছেন মডেল। মাথায় টুপি সঙ্গে পর্যাপ্ত মেকআপ, হাতে মাছ-হ্যান্ডব্যাগ নিয়ে এই মৎস্য পোশাক পড়ে রাস্তায় হাঁটলেন মডেল। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও।

 

তবে পোশাক নিয়ে এই ভিন্ন ধর্মী ভাবনাচিন্তার জন্য নেটিজেনদের কটাক্ষ ও তোপে মুখে পড়েছেন মডেল। কেউ ফ্যাশন এবং ফিশ শব্দ দুটিকে একত্র করে গোটা বিষয়টিকে ফিশন বলেছেন। কেউ আবার মডেলকে বিড়ালের থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। নিছক খবরে আসার কারণে এত মাছের মৃত্যু নিয়ে হতাশাও প্রকাশ করেছেন অনেকেই। মন্তব্যে ধেয়ে এসেছে বিবেকহীন শব্দটিও। আবার পুরো ভাবনাটিকে অত্যন্ত বোকা বোকা এবং অর্থহীন বলে মডেলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ।