সংবাদসংস্থা মুম্বই: দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেতা। শুক্রবার সকালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। ধর্মপুরী জেলার পালাকোডের কাছে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত মালায়লম অভিনেতার বাবা। গুরুতর জখম অভিনেতাও। কেরালা রাজ্যের ত্রিশুরের বাসিন্দা ৪১ বছর বয়সী অভিনেতা শাইন টম চাকো দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি।

 


জানা যাচ্ছে, অভিনেতা শাইন টম চাকো এবং তাঁর পরিবারের সদস্যেরা মেডিক্যাল চেকআপের জন্য ত্রিশুর থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিলেন। ধর্মপুরী জেলার পালাকোডে পারাইয়ুরের কাছে গাড়িটির  চালক আনিস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং উল্টো দিক থেকে আসা একটি ট্রাকে ধাক্কা দেন। ঘটনায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

 


এই দুর্ঘটনায় বাবাকে চিরতরে হারিয়ে ফেলেন অভিনেতা। ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রত্যেককে কাছের একটি হাসপাতালে। সেখানেই অভিনেতার বাবাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 


জানা যাচ্ছে, এই গাড়ি দুর্ঘটনার সময় শাইন টম চাকো গাড়ির পিছনের সিটে ঘুমিয়ে ছিলেন। তাঁর ডান হাতের হাড় ভেঙেছে। এবং অভিনেতার ভাই জো জন চাকোরং কোনও বড় আঘাত লাগেনি। তুলনামূলকভাবে তিনি সুস্থ আছেন। তবে মালায়ালাম অভিনেতার অবস্থা এখন কেমন আছে তা জানা যায়নি।