সংবাদসংস্থা মুম্বই: মালাইকা অরোরা বলিউডের চর্চিত নায়িকার তালিকায় শীর্ষে থাকেন। তাঁর প্রেম থেকে শুরু করে ছেলের সঙ্গে তাঁর কথোপকথন, এমনকী তাঁর পেশাও উঠে আসে নেটিজেনদের মুখরোচক চর্চায়। এবারও তার অন্যথা হল না। মালাইকার পেশা নিয়ে প্রশ্ন তুললেন তাঁর ছেলে আরহান খানের বন্ধুরা।

সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা নিজেই জানিয়েছেন মালাইকা। তিনি বলেন, "একদিন আমার ছেলে বলল, ওর বন্ধুরা বুঝতে পারে না আমি ঠিক কী কাজ করি। ছবিতে অভিনয়, নাচ, ছোটপর্দায় সঞ্চালনা, মডেলিং এতকিছুর মধ্যে আমি ঠিক কোন কাজটা করি ওরা বুঝতে পারেনা। ছোটরাই বুঝতে পারছে না আমি কী করি, বড়দের আর কী উত্তর দেব?"

নিজের পেশা নিয়ে মজার ছলেই ছেলের বন্ধুদের প্রশ্নের জবাব দিলেন তিনি।

প্রসঙ্গত, বলি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা। যদিও বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি দু'জনের কেউই। তাঁদের বিচ্ছেদের জল্পনা‌ বহুদিন থেকে ছড়ালেও একে অপরের দিকে এখনও পর্যন্ত আঙ্গুল তোলেননি। এমনকী মুম্বইয়ের এক অনুষ্ঠানে আসার সময় মালাইকাকে ভিড়ের হাত থেকে আগলে ভিতরে নিয়ে যেতেও দেখা যায় অর্জুনকে। বিচ্ছেদের পরেও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তার বোঝাই যায়। যদিও নেটিজেনদের কটাক্ষ বাঁধ মানেনি। কিন্তু মালাইকা এই বিষয়ে বরাবরই নিজের ভাবমূর্তি বজায় রাখেন। বিশেষ পাত্তা দেন‌ না কটাক্ষের। তাই নিজের জীবন আবারও ধীরে ধীরে গুছিয়ে নিয়ে এগিয়ে চলেছেন তিনি।