ঘরোয়া বিবাদে উত্তাল বলিউড! কী কারণে মুখ দেখাদেখি বন্ধ দুই নায়িকা বোনের?
নিজস্ব সংবাদদাতা
৩০ জানুয়ারি ২০২৬ ১৯ : ৫০
শেয়ার করুন
1
6
বলিউডের কাপুর পরিবারের অন্দরে নাকি বইছে ঝোড়ো হাওয়া! টিনসেল টাউনের আনাচে-কানাচে এখন একটাই গুঞ্জন— শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর এবং তাঁর খুড়তুতো বোন শানায়া কাপুরের মধ্যে কি তবে ফাটল ধরেছে? আর এই তিক্ততার মূলে নাকি রয়েছেন স্বয়ং বনি কাপুর। সম্প্রতি এমনই তথ্য ঘিরে এখন সরগরম নেটপাড়া।
2
6
ঘটনার সূত্রপাত কিন্তু নেটপাড়ার গুঞ্জন থেকেই। জানা যাচ্ছে, পারিবারিক কিছু বিষয় এবং বনি কাপুরের কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই বোনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। উল্লেখ্য, কাপুর পরিবারের মেয়েদের মধ্যে বরাবরই বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যায়। কিন্তু আচমকা এই ‘কোল্ড ওয়ার’ বা শীতল লড়াইয়ের খবরে অনুরাগীরা বেশ অবাক হয়েছেন।
3
6
তবে এই পুরো বিতর্কে ঘি ঢেলেছেন শানায়ার মা তথা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর। শোনা যাচ্ছে, মাহিপ এই বিষয়ে নিজের মত প্রকাশ করতে গিয়ে পরোক্ষভাবে এমন কিছু ইঙ্গিত দিয়েছেন যা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। যদিও বলিউডে মাহিপ তাঁর ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত, তবে বাড়ির মেয়েদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে তাঁর মন্তব্য এবার এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
4
6
সূত্রের খবর, বনি কাপুরের প্রযোজনা সংস্থা বা তাঁর ব্যক্তিগত কিছু পারিবারিক পছন্দের কারণে শানায়ার কেরিয়ার বা ব্যক্তিগত পরিসরে কোনও নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। যদিও জাহ্নবী বা শানায়া— দু'জনেই জনসমক্ষে এই নিয়ে মুখ খোলেননি, তবুও সোশ্যাল মিডিয়ায় তাঁদের গতিবিধি এবং একে অপরের পোস্ট থেকে দূরত্ব বজায় রাখা অনেককেই ভাবিয়ে তুলেছে।
5
6
একসময় যাঁদের একসঙ্গে বিভিন্ন পার্টি বা ফ্যামিলি ডিনারে হাসিমুখে দেখা যেত, তাঁদের মধ্যে এই অদৃশ্য দেওয়াল কেন? নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বনি কাপুর কি অজান্তেই দুই বোনের মধ্যে বিভেদ তৈরি করে ফেললেন? নাকি মাহিপ কাপুরের এই মন্তব্য কেবলই কোনও ভুল বোঝাবুঝির ফসল?
6
6
জাহ্নবী বর্তমানে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন, অন্যদিকে শানায়া সবেমাত্র বলিউডে ডেবিউ করেছেন 'আঁখো কী গুস্তাখিয়া'র মাধ্যমে। এমন পরিস্থিতিতে এই পারিবারিক বিবাদ তাঁদের পেশাদার জীবনে কোনও প্রভাব ফেলে কি না, সেটাই এখন দেখার। আপাতত এই ‘কোল্ড ওয়ার’-এর খবরে বলিউড পাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে।