রাগ, ঝগড়া, অভিমান থেকেই শুরু হবে ভালবাসা? তেমনই ইঙ্গিত দিচ্ছে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিক। ফুলশয্যার রাতে নতুন স্ত্রীকে ছেড়ে গোরা বেরিয়ে যেতেই কী ঘটবে? 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নতুন স্ত্রীকে ফুলশয্যার ঘরে রেখে, তার উপর রাগ করে চরিত্র নিয়ে নানা কথা বলে বেরিয়ে যায় গোরা। গাড়ি চালিয়ে যখন বাড়ি ছাড়তে যাবে তখনই বারান্দায় এসে তাকে হাত নাড়িয়ে থামতে বলে এলা। গোরা কিছুই বুঝে উঠতে পারে না। তখন চিরকুটে লিখে এলা জানায় ঘরের বাইরে সকলে দাঁড়িয়ে রয়েছে। এই সময় কেউ ঘরে এসে গোরাকে দেখতে না পেলে বিপত্তি হবে। পরিবারের কথা ভেবে, গজগজ করে হলেও বাড়ি ছাড়ার ভাবনা মুলতুবি রেখে ফিরতে যায়। তখন ফের বাধা দেয় এলা। 

এলা গোরাকে বলে দরজা দিয়ে এলে সবাই জেনে যাবে যে গোরা ঘরে ছিল না। তখন সে অবাক হয়ে জানতে চায় কোথা থেকে আসবে তবে? এলা বুদ্ধি করে শাড়ি বেঁধে বারান্দা দিয়ে ঝুলিয়ে দেয়। বলে এটা বেয়ে উঠতে। জানায় তার বহুদিনের ইচ্ছে ছিল তার জন্য কেউ এভাবে আসুক। জবাবে গোরা জানায় সে পালোয়ান নয় যে এভাবে উঠবে। শেষ পর্যন্ত গল্পে কী হয় সেটাই দেখার। তবে কি তাদের এই ঝগড়া আর খুনসুটি থেকেই প্রেম শুরু হবে? উত্তর আগামীতে পাওয়া যাবে। 

'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে মৈনাকের ষড়যন্ত্র ভেস্তে দিয়ে বিয়ে হয়েছে এলা এবং গোরার। তবে বিয়ের পরপরই নায়কের কান ভাঙিয়েছে মৈনাক। নকল দুর্ঘটনার নাটক করে হাসপাতালে ভর্তি হয় সে। তাকে গোরা তাকে হাসপাতালে দেখতে এলে তাকে না দেখার ভান করে বোনকে মৈনাক বলে এলা নাকি তাকে প্রোপোজ করেছে, টিফিন বক্সে করে চিঠি দিত। এখন গোরার টাকা দেখে তাকে বিয়ে করেছে। গোরাই ঠিক, এসব প্রেম ভালবাসা বলে কিছু হয় না। এলাকে না পেয়ে সে মরে যেতে চায়। এসব শুনে কিছু না জেনেই স্ত্রীকে ভুল বোঝে গোরা। ফুলশয্যার রাতে জানায় সে ছয় মাস পর এই দাম্পত্য জীবনে ইতি টানবে। ডিভোর্সের কাগজ ধরায় এলাকে। একই সঙ্গে কুরুচিপূর্ণ ভাষায় তাকে আক্রমণ করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। এবার গল্পে কী ঘটে সেটাই দেখার। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।