বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, শনিদেবকে সবথেকে শক্তিশালী বলে মনে করা হয়। শনি হলেন ন্যায় এবং কর্মের দেবতা, যেমন কাজ করবেন, তেমন ফল পাবেন। এই গ্রহের চাল যেমন জীবনে ভাল প্রভাব আনতে পারে, তেমনই ছারখার করতে পারে। ছবি- সংগৃহীত
2
8
শনি গ্রহ আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে। ৩০ বছর পর বর্তমানে শনি গ্রহ মীন রাশিতে অবস্থান করছে। এই গ্রহ ২০২৬ সালের ২৭ জুলাই রাত ১.২৫ এ বক্রি হচ্ছে, ১১ ডিসেম্বর ভোর ৫টা পর্যন্ত বক্রি থাকবে। এর জেরে ভাল প্রভাব পড়বে ৩ রাশির জীবনে। ছবি- সংগৃহীত
3
8
মেষ: অকারণ খরচ কমবে। কোথাও ধার বাকি করে থাকলে সেটা শোধ করে দিতে পারবেন। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। আধ্যাত্মিক দিকে মন বসবে। মানসিক শান্তি বজায় থাকবে। ছবি- সংগৃহীত
4
8
কাজের জন্য বিদেশ যেতে হতে পারে। কাজের জায়গায় পদোন্নতির পাশাপাশি পারিশ্রমিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারও কাছে যদি টাকা পেয়ে থাকেন তাহলে সেই টাকা এই সময় ফেরত পাবেন। ছবি- সংগৃহীত
5
8
কর্কট: এই সময় ভাগ্য আপনার সহায় থাকবে। যে কাজেই হাত দেবেন তাতে সাফল্য পাবেন। কাজের জায়গায় সিনিয়র কারও সাহায্য পাবেন। বাবা বা তাঁর মতো কারও থেকে পাওয়া পরামর্শে ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধান হবে। ছবি- সংগৃহীত
6
8
উচ্চশিক্ষার জন্য যাঁরা চেষ্টা করছেন তাঁরা তাতে সফল হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সময় বসলে তাতে সফল হবেনই। ধর্মীয় কাজে মন দেবেন। বহুদিন ধরে যে কাজ হতে গিয়েও হচ্ছে না, সেই কাজ অবশেষে গতি পাবে। ছবি- সংগৃহীত
7
8
মকর: মকর রাশির অধিপতি হল শনি। তাই শনি বক্রি হলে এই রাশির জাতকদের জন্য সেটা বিশেষ লাভকারী হবে। এই সময় এঁদের সাহস বাড়বে। বাড়বে আত্মবিশ্বাস। এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করছেন সেটার ফল ভোগ করবেন। ছবি- সংগৃহীত
8
8
কোরিয়ারে উন্নতির পালে হাওয়া লাগবে। নতুন চাকরি খুঁজছেন যাঁরা তাঁরা তাতে সফল হবেন। যাঁরা বেকার তাঁরা চাকরি পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন। কোনও ব্যক্তিগত সম্পর্কে জটিলতা চললে সেটা মিটে যাবে। ছবি- সংগৃহীত