সংবাদসংস্থা মুম্বই: মালাইকা অরোরার বয়স বোঝা দায়। পঞ্চাশ পেরিয়ে আজও অনুরাগীদের নজর কাড়েন অভিনেত্রী। বয়স বাধা হয়নি তাঁর জনপ্রিয়তায়। মাঝেমধ্যে শিরোনাম দখল করেন অভিনেত্রী। এবার বিপদের মুখ থেকে একটুর জন্য বেঁচে ফিরলেন মালাইকা। কিছুদিন আগেই সইফ আলি খানের উপর হামলার খবরে স্তম্ভিত হয়ে গিয়েছিল মুম্বই শহর। প্রায় একই রকমের অভিজ্ঞতা হয়েছিল মালাইকা অরোরারও। 

 


গোটা ঘটনাটা নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা জানান, সেদিন তিনি নিজের ঘরে তৈরি হচ্ছিলেন। ঘর থেকে বেরিয়ে বসার ঘরে এসে দেখেন এক অজ্ঞাতপরিচয় মহিলা সেখানে বসে রয়েছেন। মালাইকার কথায়, "তখন বুঝতেই পারছিলাম না কিছু। আমাকে দেখেই কিছু একটা বলতে যান ওই মহিলা। সত্যি কথা বলতে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।"

 


তিনি আরও বলেন, "একজন অচেনা মহিলা এসেছিলেন। তাঁর সঙ্গে আর একজন ছিলেন। ওঁরা সোফায় বসেছিলেন। তবে ওই মহিলার কাছে কাঁচি জাতীয় কিছু একটা ছিল। ওটা দেখে ভয় হচ্ছিল। বুঝতে পারছিলাম, কিছু সমস্যা তো রয়েছে। আমি শান্ত থাকার চেষ্টা করি। তারপরে ওঁদের সঙ্গে কথা বলি। অনুরাগীদের সঙ্গে যে এই ভাবেও কথা হতে পারে, সেই প্রথম অভিজ্ঞতা হয়। কিন্তু কীভাবে বাড়ির মধ্যে ঢুকলেন দু'জন তা এখনও জানি না।"